পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। Øዓ উল্লিখিত আছে। পাঠকের অবগতির জন্য, আমরা প্রাচীন ঘটক-কারিকা হইতে, সেই অতি প্রয়োজনীয় স্থানটুকু এখানে উদ্ধৃত করিলাম। বড়িশার সাবর্ণ-চৌধুরীর বংশপরিচয় । শিব সহোদর জীয়ে * রাখি শিশু পুত্ৰ সংসার সাগর হ’তে উঠায় বহিব্র । প্রসব হইলা পুত্র, প্রস্থতির কাল তাহাতে, দ্বিজের ঘটে বিষম জঞ্জাল। লুকাইয়া চলি যায় বারাণসী-পুর পরিব্রাজ-ধৰ্ম্ম তথা করিল প্রচুর। দিনে দিনে বাড়ে শিশু প্রতিপদ চাদ পশ্চাৎ দেখিবে এটা কুল-ভাঙ্গণ ফাদ। ক্রমশঃ দ্বাদশবর্ষ অতীত হইল পিতৃ অমুদেশ হেতু বিপদ ঘটিল। উপনয়ন কাল, তার ছাড়াইয়া যায় হেন কালে সমাচার শুন মহাশয় । মানসিংহ মহারাজ, কাশীতে আছিল * জীয়োর নিকটে তিহ উপদিষ্ট হ’ল । রাজারে কহিল দ্বিজ, শুন বাপধন শুনি করিতেছ, তুমি বঙ্গেতে গমন। মম পুত্রে গিয়া তুমি ঠিকানা করিবা সেই কার্য্য করি বাপ ! মোরে বাচাইব। বঙ্গেতে আসিয়া রাজা, সে কাৰ্য্য করিল প্রথমতঃ ঐ কার্য্য--পশ্চাৎ সকল । পাটুলীতে হয় শূদ্রমণি জমীদার তাহারে ডাকায়ে রাজা কহে সমাচার । রাজাঞ্জা মতেতে সেই ঠিকানা করিল গুরু বাক্য ঐক্য করি ঠিকানা হইল। তার পর রাজা, গুরু-পুত্র দরশন করিয়া হইল অতি, আনন্দিত মন ।

  • জীয়ে—অর্থাৎ জীয়ে গাজুলী। কামদেষের চলিত নাম ।