পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্লরিশিষ্ট ৯ ০২৩ সেই জন্য আবার আনন্দের দিন আসিল । সৰ্ব্বজনপ্রিয়, সম্রাট, সপ্তম এডওয়ার্ডের স্বৰ্গলাভের পর, আমাদের বর্তমান গৌরবাৰিত সম্রাট, পঞ্চম জর্জ ও সম্রাজ্ঞা মেরি সিংহাসনে আরোহণ করেন । প্রজাবৃন্দ তাহদের সম্রাট ও সম্রাঙ্গা রূপে পাইয়া, মহারাণী ভিকৃটোরিয়া ও সম্রাট সপ্তম এডওয়ার্ডের শোক ভলিয়াছে । • , o আমাদের বর্তমান সম্রাট পঞ্চম জর্জ যখন যুবরাজ ছিলেন, তখন তিনি BBBBB BBB BBBB BBB S gB BBB BBBB BBBB BBBS --م ভক্তিতে তিনি বড়ই প্রীত হইয়া, তাছাদের সম্বন্ধে একটা উচ্চ ধারণা হৃদয়ে পোষণ করিয়া স্বদেশ যাত্রা করেন । লব সম্রাট পঞ্চম জৰ্জ্জের শুভাভিষেক মহোৎসব, ভারতের ইতিহাসে এক অদৃষ্টপুৰ্ব্ব ঘটনা । ভারতবাসী যাহা কখনও স্বপ্নেও ভাবে নাই, তাহাই তাহদের অদৃষ্টে সফলস্বপ্নের মত হইয় দাড়াইল । ১৯১১ খৃঃ অব্দে, আমাদের সৰ্ব্বজন পুজিত সম্রাট জৰ্জ্জ ও সাম্রাজ্ঞা মেরী, ভারত রাজ-সিংহাসনে অভিষিক্ত হইবার জন্য এদেশে আসেন । এ সময়ে দিল্লীতে এক বিরাট দরবারের অল্পষ্ঠান হয় । এই দরবারের উৎসব ব্যাপার এখনও সকলেরই স্মৃতিপটে সমুজ্জলভাবে জাগরিত । © সম্রাটের অভিষেক এবং দিল্লী-দরবারের সময়, সমগ্র ভারতের শাসনতন্ত্র সম্বন্ধে কয়েকটা বিশেষ পরিবর্তন সাধিত হইয়াছে। এই সময়ে রাজরাজেশ্বর সমাটের অাদেশে, ভারত সাম্রাজ্যের সর্ববজনপ্রিয় রাজপ্রতিনিধি লর্ড হার্ডিঞ্জ, অতীতকালের গৌরবাস্থত দিল্লীনগরীকে সমগ্ৰ ভারত-সাম্রাজ্যের রাজধানীরূপে ঘোষণা করেন । ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর অমল হইতে কলিকত। এতাবৎকাল সমগ্র ভারতের রাজধানী বলিয়া পরিগণিত হইতেছিল, কিন্তু গৌরবান্বিত ভারত-সম্রাটের ঘোষণানুসারে, ভারতসাম্রাজ্যের রাজধানী এই সময়ে দিল্লীতে উঠিয়া যায় এবং কলিকাতা বঙ্গ-সম্রাজ্যের রাজধানীতে পরিণত হয় । ইহাই কলিকাতার ইতিহাসের একটা প্রধান স্মরণীয় ঘটনা। এই রাজধানী পরিবর্তনের ফলে, বঙ্গদেশ একজন প্রাদেশিক লাট সাহেবের বা গবর্ণরের শাসনাধীনে আইসে । বঙ্গবাসীর ভাগ্যফলেও এই পরিবর্তনবশে, লর্ড কজ্জনের আমলের দুইভাগে বিভক্ত বঙ্গদেশ এক হইয়া যায়। এই যুক্তবঙ্গের একাধিপত্য ও শাসনভার, লর্ড কারমাইকেলের হস্তে অর্পিত হয়। লর্ড কারমাইকেলের মত একজন উদারচেতা, সহানুভূতিপূর্ণ