পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ૧$ শক্তি-সামর্থ্যের কথা উল্লেখ করিয়া গিয়াছেন। ডি এভিটির লিখিত বৃত্তাঞ্জ, ,৬৪৩ খ্ৰীষ্টাক্সের—প্যারি-নগরীতে প্রথম মুদ্রিত হয়। ডি এভিটি, জ্যারিকের কথারই প্রতিধ্বনি করিয়াছেন, তবে তিনি ইশাখা মসনদীকে, সকলের শ্রেষ্ঠ বলিয়া উল্লেখ করিয়া গিয়াছেন। ডি এভিটি বলেন—“শ্রীপুর ও চওঁীখণর বাজাগণ প্রতাপশালী বটেন, কিন্তু তাহীদের মধ্যে, “মাসনালিন” (ইশাখ। নদনদী) সৰ্ব্বাপেক্ষ ক্ষমতাবান।” ইঙ্গর পর সিবাটিয়ান মানরিকে বলিয়া, একজন স্পেন-দেশীয় মিসনরী, এই দ্বাদশ-ভৌমিকের কথা তাহার লিম্বিত বুঢ়াস্তে উল্লেখ করিয়া গিয়াছেন। মানরিকো ১৬২৮ হইতে ১৬৫১ খৃঃজৰা পর্য্যন্ত ভারতবর্ষে ছিলেন। তিনি বলেন, বঙ্গদেশ দ্বাদশভাগে বিভক্ত ছিল। চৰ্ত্তীর্থী-তাহাদের মধ্যে একটা প্রধান বিভাগ। গৌড়ের রাজা, দ্বাদশজন প্রতিনিধিকে বঙ্গ-শাসনের ভার দেন। ইহঁারাই—“Boionee de Bengala” বা বঙ্গের দ্বাদশ-ভৌমিক। * উল্লিখিত বৃত্তান্তসমূহ হইতে, অনেক কথা জানিতে পারা যায়। প্রথমতঃ বঙ্গদেশ যে দ্বাদশ-ভৌমিকের মধ্যে বিভাজিত ছিল, তাহ নি:সংশয়ে প্রমীণিত হয়। দ্বিতীয়তঃ,—সেই ভৌমিকগণের মধ্যে, যশোর ও শ্ৰীপুর-রাজগণ ও ইশাখ মসনদী যে, অন্য ভৌমিকদের অপেক্ষ ক্ষমতাপন্ন ছিলেন, তাহাও প্রমাণ হয়। , এই সকল ভুইয়াগণ, যে স্বাধীন ভাবে বঙ্গদেশ শাসন করিতেন, মোগল সরকারের অধীনতা অগ্রাহ করিতেন—তাহাও জানা যায় । এক্ষণে চণ্ডী-খী অর্থাৎ যশোহরের কথা আলোচনা করা যাউক। প্রসিদ্ধ ঐতিহাসিক বেভারিজ সাহেব, * নিঃসন্দেহে প্রমাণ করিয়াছেন—চওঁীখানই প্রতাপাদিত্যের—যশোহর। আমরা এসিয়াটিক সোসাইটীর জর্ণলে –প্রকা শিত, বেভারিজের লিখিত বৃত্তান্ত হইতে নিন্মোদ্ধত অংশটা অনুবাদ করিয়া দিলাম । ? তিনি লিখিতেছেন—“১৫৯৯ ও ১৬০০ খ্ৰীষ্টাব্দে, দুইজন জেসুইট পাদরী, বাকল প্রদেশে (বর্তমান বাখরগঞ্জ ও ঢাকা) এবং যশোহরে ভ্রমণার্থে আসেন। ইহঁাদের লিখিত বৃত্তান্ত হইতেই, সেকালের সুন্দরবন বিভাগ সম্বন্ধে অনেক

  • The most powerful he (Sebastian Manrique) informs us, were those of Sripur and Chandikan but the greatest of all was Masondolin or Masudalian i.e. Masnad-i-Ali the title of Ishakhan of Khizirpur. Again Sebastian Manrique, a Spanish monk of the order of Saint Augustine States in his Itinenary that the kingdoms of Bengal, were divided into 12 Provinces, among which he mentions Chandican. 修

(Bengal Gazeteer Jessore P30)