পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԽՀ কলিকাতা সেকালের ও একালের । নৌ-সেনাপতি । এই কার্ভালো, প্রতাপের নৌ-সেনাপতি রডার অপেক্ষাও ক্ষমতাবান । কার্ভালোর নাম শুনিলে, লোকে ভয়ে কঁাপিত। সনৃদ্বীপ কেদাররায়ের রাজ্যভূক্ত ছিল । মোগলেরা তাহ দখল করিলে, কেদার রায়, কার্ভালেকে ইহা পুনরুদ্ধারের জন্য নিযুক্ত করেন। কার্ভালো অসীম বীরত্ব প্রকাশের পর, মোগলদের হাত হইতে সমৃদ্বীপ অধিকার করিয়া লয়েন। এই সময়ে, মেংরাজঞ্জী আরাকশনের অধিপতি । তিনি সেলিম-সা উপাধি গ্রহণ করেন। চট্টগ্রাম পৰ্য্যস্ত দেশ সমূহ, তাহার অধিকারে ছিল। পটুগীজদিগের উপর তিনি বড়ই বিরক্ত। তাহদের দমনের জন্য, তিনি বহু দিন হইতেই চেষ্টা করিতেছিলেন । কার্ভালো সন দ্বীপ অধিকার করিয়াছে শুনিয়া, তিনি দেড়শত সজ্জিত রণতরী ও কামান, সন দ্বীপ দখলের জন্য পাঠান । কার্ভালো—কেদাররায়ের নিকট সেই সংবাদ পাঠাইলে, কেদার রায়—তাহার সাহায্যের জন্য একশত খানি কামান ও বন্দুক-সজ্জিত “কোষ” শ্ৰীপুর হইতে প্রেরণ করেন। একদিকে বাঙ্গালী, পটুগীজ ও অপরদিকে মগ। কার্ভালো কেদাররায়ের নিকট সাহায্য পাইয়া, বিপুল বিক্রমে সেলিমসার রণতরী সমুহ আক্রমণ করেন । মগরাজ এইযুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত হন। প্তাহার সমস্ত রণতরীগুলি, কার্ভালোর হস্তগত হয়। কার্ভালোর এই অসীম বীরত্বের ফলে, সনদ্বীপ কেদাররায়ের দখলেই রহিল। 亂 এই সনদ্বীপ লইয়া, আরাকান রাজের সহিত কেদাররায়ের ক্রমাগত: বিবাদ চলিতে লাগিল । এই সময়ে মানসিংহ, মন্দারায়কে কেদাররায়ের রাজ্যাক্রমণের জন্ত প্রেরণ করেন । নূতন বিপদ উপস্থিত দেখিয়া, রাজা কেদাররায়, আবার প্রচুর সেনা-সমেত কার্ভালোকে—মোগল-সৈন্তগণের বিরুদ্ধে প্রেরণ করেন। মোগলসেনা-কার্ভালোর বীর বিক্রমে সম্বন্ত ও ভীত হইয়া, পৃষ্ঠ-প্রদর্শন করে। এই যুদ্ধের পর, কার্ভালো প্রতাপের রাজধানী চণ্ডীখানে উপস্থিত হন। প্রতাপের আহানেই, কার্ভালো তাহার রাজধানীতে যান। তাহার নেী সেনাপতি রডার অপেক্ষ, আর কেহ যে সমধিক প্রতাপশালী হয়—ইহ প্রতাপের ইচ্ছা নহে । বিশেষতঃ—এই কার্ভালোর সহায়তায়, কেদাররায় যে | তাহার অপেক্ষ শ্রেষ্ঠ বীর বলিয়া পরিচিত হইবেন, ইহাও তাহার সহ হই, kill Carvalho and thereby make friends with the kiñg of Arakan, who was then very powerful and had already taken possession of the kingdom of Bakia. The king there-fore sent for Carvalho to "Josor" and ther" had him murdered (Du Jarric).