পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। । bూరి ল। মগরাজ সেলিম-সাও, এই কার্ভালোর সর্বনাশের জন্ত মহা-ব্যস্ত। প্রতাপর সহিত মগরাজের এ সম্বন্ধে, সমস্ত কথাবার্তা পূৰ্ব্বেই স্থির হইয়াছিল। গর্ডালোকে নিজের রাজধানীতে পাইয়া, প্রতাপ তাহাকে স্বাতকদ্বার gপ্তভাবে নিহত করেন । কার্ভালো যখন যশোহরে আসেন, তখন তাহার পে, উক্ত পটুগীজ পুরোহিতদ্বয়ও আসিয়াছিলেন। কার্তোলোকে হত্য রিয়া, প্রতাপ নিজের ও মগরাজের চিত্ত তুষ্ট করিলেন। এখন দেখা যাউক—যশোরের নাম “চওঁীখান” হইল কিরূপে ? অার এই চৰ্ত্তীখানের অবস্থান স্থান কোথায়? আমরা যতদূর বিচার করিয়া বুঝিতে গারিয়াছি, চওঁীখানই—প্ৰতাপের ধূমঘাট। আজকালকার, কালীগঞ্জের নিকট সেকালের এই ধূমঘাট-দুর্গ ও রাজধানী ছিল। পটুগীজ লেখকের বলেন—এই চণ্ডীখান নাম—“চাদখান” এই শব্দের বিকারমাত্র । রাম রাম বসুর প্রতাপদিত্য হইতে জানিতে পারা যায়--প্রতাপের পিতা, বিক্রমাদিত্য, যে সময়ে গৌড়ের-সম্রাট দায়ুদের নিকট হইতে, যশোর সাম্রাজ্যের সননা প্রাপ্ত হন— তখন ইহা চাদর্থানের বা “চাদখার” জমীদারী-ভুক্ত ছিল। চাদর্থীর সন্তানাদি ছিল না এবং তিনিও তখন মৃত । কাজেই প্রার্থনামাত্রেই, গৌড়েশ্বর দাযুদ্ধ, র্তাহার দক্ষিণহস্তস্বরূপ, প্রধানমন্ত্রী বিক্রমাদিত্যকে,এই জর্মীদারীর সনদ দেন । বেভারিজ সাহেব বলেন-যশোরপ্রদেশ পূৰ্ব্বে থাঞ্জ-আলি (খণজাহান ) নামক, এক জন সুবেদারের দখলে ছিল। ১৪৫৯ খ্ৰীষ্টাবে, খাজা-আলির মৃত্যু হয়। ইহার ১২০ বৎসর পরে, বিক্রমাদিত্য যশোরে নগর স্থাপন করেন। থাঞ্জা আলির যিনি উত্তরাধিকারী ছিলেন—খুৰ সম্ভবতঃ, তাহার নাম চাদর্থন, আর র্তাহার অধীনস্থ জৰ্মীদারী, তাহার নামানুসারেই সাধারণে পরিচিত ছিল।. বিক্রমাদিত্য—জমীদারী দখল লইবার পরও, হয় ত উহা "চাদখানের জমীদারী” এই সংজ্ঞায় তখনও অভিহিত হইত। এই চাদ-খণ হইতে, সম্ভবতঃ “চওঁীখান” শব্দের উৎপত্তি হইয়াছে। বিদেশীয় পটুগীজ লেখকগণ, এই চাদখানকেই–Chandecan বা Ciandecan বলিঙ্গা উল্লেখ করিয়া গিয়াছেন। * আমরা প্রতাপাদিত্যের সম-সাময়িক লেখকগণের ইতিবৃত্ত হইতে, যাহা কিছু সংগ্ৰহ করিতে পারিয়াছি, তাহ পাঠকবর্গকে উপহার দিলাম। বঙ্গদেশের নিতান্ত দুর্ভাগ্য—যে তিনশত বৎসরের পূৰ্ব্বে, সেই ঘটনাসঙ্কুল সময়ের কোন ইতিহাসই নাই। যদি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ও রামরাম

  • Were the Sunderbans inhabited in ancient times J.A. S. B. vol. xlv.