পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। )9 Tআর একটা বিবরণে প্রকাশ, যে কেশবরায়, মনোহর ঘোষাল নামক জনৈক ব্রাহ্মণুকে, কালীর সেবায়েত নিযুক্ত করেন। সাবর্ণ-চৌধুরীগণের প্রদত্ত দেবোত্তর-সম্পত্তির, একটা তায়দাদ আমরা নিয়ে উদ্ধৃত করিরা দিতেছি । পাঠক, এই তায়দাদ হইতে অনেক কথা জানিতে পরিবেন। কালীক্ষেত্র-দীপিকার লেখক মহাশয় বলেন—“উল্লিখিত একটী বিবরণের মধ্যে, কেশবরীয় কর্তৃক মনোহর ঘোষাল নামক, জনৈক ব্রাহ্মণকে সেবায়েত নিযুক্ত করা ও দেবোত্তর-জমি চিহ্নিত করিয়া দেওয়ার কথা আছে । কিন্তু সন্তোষরায় এই মনোহর ঘোষালকে, কালীর সেবার্থে যে ভূমি দান করেন, তাহাতে দেথা যায়, ১১৫৭ সালে-মনোহর ঘোষাল, সন্তোষরায়ের নিকট দেবোত্তর-ভূমি প্রাপ্ত হন। সুতরাং কেশবরায়ের প্রথমাবস্থায়, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর শেষভাগে, এই মনোহর ঘোষালের বর্তমান থাকা সন্দেহজনক । আর যদিও বা বৰ্ত্তমান থাকেন, তাহা হইলে তখন তাহার রাল্যাবস্থা । ঐরূপ বয়সে কালীর সেবায়েত, নিযুক্ত হওয়া কতদূর সম্ভব, তাহাও বলা যায় ন। বিশেষতঃ কেশবরায় কর্তৃক—দেবোত্তর দানের, কোন তায়দাদ দেখা যায় না। সন্তোষরায় কর্তৃক জমী-দানের তায়দাদে, মনোহর ঘোষাল ব্যতীত-অপরাপর অনেককে দেবসেবার্থ ভূমিদান করা প্রমাণ হইতেছে । তন্মধ্যে কালীঘাটের জনৈক সেবায়েত গোকুল-হালদারের নামও দেখা যায় এবং তিনিও ১১৫৭ সালে ভুমিদীন গ্রহণ করেন । ভুবনেশ্বর নামক যে ব্রহ্মচারী, ষোড়শ শতাব্দীর মধ্যভাগে, কালীর সেবায়েত ছিলেন—এই গোকুলহালদার, উক্ত ভুবনেশ্বর হইতে অধঃস্তন সপ্তম পুরুষে বৰ্ত্তমান ছিলেন । কেশবরায় কত্ত্বক, মনোহর ঘোষাল সেবায়েত নিযুক্ত হইলে, এক সময়ে উক্ত গোকুলহালদায় ও র্তাহার অন্তান্ত জ্ঞাতিগণ এবং উক্ত মনোহর ঘোষালের কালীর সেবায়েত রূপে বৰ্ত্তমান থাকা প্রমাণ হইতেছে । সুতরাং কালীর বর্তমান সেবায়েত হালদারগণ—কিরূপে মনোহর ঘোষালের দৌহিত্র-বংশোদ্ভব হয়—তৎসম্বন্ধে গোলমাল দাড়ায় । উক্ত তায়দাদে, ষে সমস্ত গ্রামের নামোল্লেখ আছে—তাহার একটও কালীঘাট গ্রামে নহে । এই সকল ঘটনা হইতে—কেশবরায় এবং সন্তোষরায় সম্বন্ধীয় বিবরণ সমূহের মধ্যে একটা সন্দেহের ছায়া আসিয়া পড়ে । মহারাজ কৃষ্ণচন্দ্রের দান সম্বন্ধেও কোনরূপ বিশ্বাস্য প্রমাণ নাই।

  • কৃষ্ণনগর রাজবংশপ্রদীপ, মহারাজ কৃষ্ণচন্দ্র কর্তৃক কালীদেবীকে কোন প্রকার ভূসম্পত্তি DDD BBB BD DBBBBB BBBS BB B DDD BDDB DS uD DDB BDD মার্জনা করিতে পারেন, কিন্তু কালিকা-দেবীর জন্ত, তিনি যে কোনরূপ সম্পত্তি, দান করিয়াছিলেন—ইহা অপ্রামাণ্য । তবে মহারাজ কৃষ্ণচন্দ্ৰ ঘে মধ্যে মধ্যে, কালীঘাটে আসিতেন, তাহার অনেক প্রমাণ পাওয়া যায় । তিনি কলিকাতায় কালীদর্শনে আসিয়া, পলাশী-খুভুের পূর্বে কলিকাতার কুঠীর অধ্যক্ষ গবর্ণর ড্রেক সাহেবের সহিত দেখা করিয়া যান।

3&