পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృలy কলিকাতা সেকালের ও একালের । দিকীয় জনরি রিপোটে, বিরোধী ভূমি গবর্নমেন্টের খাসমহলন গ্রামের মধ্যগত না থাকায়, ঐ ভূমির উপসত্বধৰ্ম্ম বা দানের কৰ্ম্মে ব্যয় হওয়া বিস্তারিত বিবরণ লিপি পূর্বক বোর্ডের সন ১৮৪০ সালের ১৬ সেপ্টেম্বর দিবসীয় ৫৪২ নম্বার সাধারণ লিপির ৪ দফার মৰ্ম্মানুসারে কর-গ্রহণের শ্রে৯ হইতে মুক্ত দিবার অভিপ্রায়ে, বোর্ডে পাঠান হইয়াছিল। প্রতাপান্বিত বোর্ডের সাহেবান, নর্থীর কাগজাৎ তলব ও অবলোকন করিয়া, সন ১৮s. সালের ১৪ ডিসেম্বর দিবসীয় ৬৬৫ নম্বরী রিপোটে বিস্তারিত বিবরণ লিপি পূর্বক এ পক্ষের মঞ্জর করিয়া গবর্ণমেণ্টে পাঠাইয়াছিলেন। তথাকার চলিত সনের ১৬ জানুয়ারী দিবসীয় ৬৪A নম্বরি চিঠির দ্বারা ঐ অভিপ্রায় মঞ্জুর হওয়াতে, এ পক্ষের তলব মতে বোর্ডের ১৯ ফেব্রুয়ারী দিবসীয় ৮৫ নম্বরি চিঠীর দ্বারা কাগজাং পুনরাগত হওয়াতে, সন ১৮১৯ সালের ২ আইনের ১১ ধারার মৰ্ম্মমত, উক্ত ভূমি মুক্ত দিবার হেতুবাদ নিয়ে প্রকটন করা যাইতেছে। যদিচ শ্ৰীযুক্ত কালেক্টর সাহেব, স্বীয় সন ১৮৬০ সালের ২৪ মার্চ দিবসীয় রোবকারী এবং ইংরাজী রায়ে লিখিতেছেন যে বিবাদী ভূমির চারিদিকেই ৫৫ গ্রামের জর্মী থাকা বিধারে ঐ ভূমি ৫৫ গ্রামের শামিল বিবেচনা করিয়া সন ১৭৯৩ সালের ১৯ আইনের ২৫ ধারার বিধান মতে তায়দাদ দাখিল না। থাকা হেতু ঐ জমী লাখেরাজ হইতে না পার বোধে, হুজুরিমল্ল বা নামীয় সন ১১৭৬ সালের ১৮ চৈত্র দিবসীয় এয়াজী জর্মীর সনন্দের নকল অমূলক জ্ঞানে বাজেয়াপ্তের অভিপ্রায় করিয়াছেন। কিন্তু সায়েলা এ পক্ষে সমীপে সন ১২০৪ সালের তায়দাদের যে নকল দাখিল করিয়াছে, তাছাই উক্ত ২৫ ধারার বিধানোক্ত লাখেরীজের রেজেক্টরি প্রযুক্ত। সেই রেজেক্টরিতে উক্ত ভূমি v কালী ঠাকুরাণীর দেবোত্তর সংজ্ঞায় লিখিত থাকার প্রমাণ হইয়াছে এবং সেই রেজেক্টরির কৈফিয়াতে ইংরাজী ১৭৮০ সাল বাঙ্গলা ধন ১১৮৭ সালের মূল সনন্দ, গৃহদাহে নষ্ট হওয়ার বিবরণ এবং সত্যযুগে সতী অঙ্গ পতন সময়ে, ক্ষত্রিয় নৃপতিতে উক্ত ভূমি দান করার কথা লিখিত আছে। সেই নৃপতিরা কত শত বৎসর পূৰ্ব্বে, এতদ্দেশে রাজত্ব করিয়াছে। তৎকর্তৃ ঐ ভূমি দান হওয়ার বিষয় উপন্যাসের স্বরূপ জনশ্রুতি অনুসারে সচরাচ গোচর আছে। আর সরকারের রাজ্যাধিকারের অর্থাৎ দেওয়ানী আমলে পূৰ্ব্বাবধি, কালীঘাটের ভূমি যে নিষ্কর দেবোত্তর ছিল, তাহ গবর্ণমেণে অৰ্পিত, হুজুরীমল্ল সীকের নামীয় সন ১৯৭৬ সালের ১৮চৈত্র দিবসীয় সনদে দ্বারায় প্রতীয়মান হইতেছে, যেহেতুক গবর্ণমেণ্ট ঐ হুজুরীমল্পের কতক"