পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। ‛ »óጫ শ্ৰীহরি শরণং। কমিশনারের রেজেষ্টারির ৮১ নং শেহ। নং ৩৬ সন ১৮৬৪ । সন ১৮৬১i৬২ রোধকারি নদীয় প্রদেশের, রেভিনিউ কমিশনার কাছারি, হাল মোকণম আলীপুর, বৈঠক শ্ৰীযুক্ত এফ, লসিংটন সাহেব কমিসনার সন ১৮৬১ সাল তারিখ ৩১ মে । জেলা চব্বিশ পরগণা সংক্রান্ত গবর্ণমেণ্ট অব ইণ্ডিয়৷ - - - - - - ... বাদী। vকালীঠাকুরাণীর সেবাইত আনন্দচন্দ্র হালদার প্রভূতি...প্রতিবাদীগণ । ফকিরচন্দ্র হালদার ও ভগবতীচরণ হালদার ও কালীচন্দ্র হালদার ও রামচন্দ্র হালদার ও কিন্তুরাম হালদার ও প্রাণকৃষ্ণ হালদার ও নেপালচন্দ্র হালদার ও বীরেশ্বর হালদার ও বিশ্বেশ্বর হালদার ও যজ্ঞেশ্বর হালদার ও শু্যামাচরণ হালদার ও শিবচন্দ্র হালদার ও হরিমোহন হালদার ও ঈশ্বর চন্দ্র হালদার ও ঈশান চন্দ্র হালদার ও মহিমানাথ হালদার ও দীননাথ হালদার ও রামগোপাল হালদার ও শ্রীমত্য জগদম্ব দেব্য ও সুখময় হালদারের মাতা শ্ৰীমতী প্রসন্নময়ী দেব্য ও রাজচন্দ্র হালদার ও শ্রীমতী মাতঙ্গিনী দেব্য ও নিবারণ চন্দ্র বন্দোপাধ্যায় ও শ্রীমতী রামকুমারী দেব্য ও দেবনারায়ণ বন্দোপাধ্যায় ও কমলাকান্ত হালদার সায়েলান । গবর্ণমেণ্টের খাস মহল ৫৫ গ্রামের অন্তঃপাতী ডেপুটী কালেক্টর শ্ৰীল শ্ৰীযুক্ত মেঃ হেসাম সাহেবের প্রেরিত লিষ্টির লিখিত ৫৯৫৷৪৩/৫ বিঘা নিষ্কর দেবোত্তর ভূমির সিদ্ধাসিদ্ধের তদন্তের বিষয় । অত্র পূৰ্ব্বে, উক্ত জেলার শ্ৰীযুক্ত কালেক্টর সাহেব সন ১৮৬০ সালের ১২ মার্চ দিবসীয় রেবেকারী এবং ইংরাজী রায়ের লিখিত বিবরণ মতে বিবাদী ৫৯৫৪৩/৫ বিঘা ভূমির মধ্যে ০৩) কাঠা ভূমির খারিজ বাদে ৫৯৫/৪৫ বিঘা ভূমি কালীঘাটের অসিদ্ধ নিষ্কর বিবেচনায়, বাজেয়াপ্ত অভিপ্রায় করিয়া নথির কাগজাৎ সন ১৮১৯ সালের ২ আইনের ১০ ধারার বিধান যতে এস্তাহার জারী হওয়াতে, সায়েলান উক্ত ভূমি সিদ্ধ দেবোত্তর প্রমাণার্থ সন ১২০৪ সালের তায়দাদের নকল ইত্যাদি দলিলাত সম্বলিত, উক্ত ভূমি করগ্রহণের শ্রেণী হইতে মুক্ত পাইবার প্রার্থনা করাতে, তাহ নথির কাগজীতের সহিত অবলোকন ও প্রণিধানানস্তর সন ১৮৬০ সালের ২৯ আগষ্ট 》切"