পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। ృక్షిరి দদেখিতে পাওয়া যায় না, তাহাকে স্বয়ন্থ বা অনাদি-লিঙ্গ কহে। * কালীঘাটের নকুলেশ্বর-ভৈরব—স্বয়ন্থ লিঙ্গ। কালীর মন্দিরের অদূরে ঈশান কোণে ইনি অবস্থিত। সুদৰ্শন-ছিন্ন সতী-অঙ্গ পতনে ইঙ্গর উদ্ভব ধরিতে । হইবে। কালী-মূৰ্ত্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই ইহঁর খ্যাতি বিস্তৃত হয়। কালীঘাট জনসমাজে প্রকাশিত হইবার অনেক পরে, বহুকাল পর্য্যম্ভ নকুলেশ্বরের কোন মন্দিরাদি ছিল না। বিগ্রহের উপর সামান্ত পর্ণকূটরের আচ্ছাদন মাত্র ছিল। কালীর বড় মন্দিয়, ভোগঘর, শ্যামরায়ের অধিষ্ঠান মন্দির প্রভৃতি নিৰ্ম্মিত হইবার অনেক পরে, নকুলেশ্বরের প্রস্তর নিৰ্ম্মিত মন্দির নিৰ্ম্মিত হইয়াছে। তাহাও বহুদূর প্রদেশবাসী জনৈক ধনী ব্যবসায়ীর যত্ত্বে হুইয়াছে। পঞ্জাব প্রদেশীয় বিখ্যাত ধনী, তারা-সিংহ নামে জনৈক শিখ শৈব, ১৮৫৪ খৃষ্টাব্দে স্বদেশ হইতে প্রস্তর আলিয়া, নকুলেশ্বরের মঠ ও মন্দির নিৰ্ম্মাণ করাইয়া দেন । নকুলেশ্বরের মঠ-মন্দির এ প্রদেশীয় সাধারণ মন্দিরের মত নহে। ইহার : সমস্তই প্রস্তর নিৰ্ম্মিত আর সুদৃশ্য প্রস্তর-স্তস্তের উপর, ছাদ রক্ষিত হইয়াছে। । তারাসিংহের এই মন্দির নিৰ্ম্মাণের বিষয়ে, একটা আশ্চৰ্য্য গল্প শ্রুত হওয়া যায়। তারাসিংহ একবার ব্যবসায়ে আশাতীত লাভ পান । দেই লাভের অর্থ, নিজে ব্যয় না করিয়া, বারাণসীতে সন্ন্যাসীদের জন্য একটা মঠ-স্থাপনের সঙ্কল্প করেন। সঙ্কল্পিত মঠ-নিৰ্ম্মাণের উপযোগী প্রস্তরাদি, নৌকায় বোঝাই দিয়া, তিনি বারাণসী অভিমুখে যাত্রা করেন। নাবিকগণ সেই বোঝাই-নৌকা, বারাণসীর ঘাটে কোন ক্রমে লাগাইতে পারিল না। নৌকা—স্রোত-মুখে ভাসিয়া আসিয়া, কালীঘাটে থামিল। তারা-সিংহ তীরে উঠিয়া, নকুলেশ্বরের দুরবস্থা দেখিয়া ঐ সকল প্রস্তরের দ্বারা তাহার এই মঠমন্দির প্রস্তুত করাইয়া দেন । শিবরাত্রি ও লীলাযষ্ঠ (অর্থাৎ বৈশাখ মাসের সংক্রান্তির পূর্বদিন )

  • নানাছিদ্র সুসংযুক্তং নানাবর্ণ-সমন্বিতং । অদৃষ্ট মূলং যপ্পুিঙ্গং কর্কশং ভূবি দৃপ্ততে ॥

যটুকৰ্ম্মদীপিকা । যে সকল লিঙ্গ নানা ছিদ্রযুক্ত ও নানা বর্ণ বিশিষ্ট ও যাহার অঙ্গ কর্কশ এবং যাহার মূল ষ্টি হয় না, তাহার নাম স্বয়ম্ভূ বা অনাদি লিঙ্গ। যারাণসীর বিশ্বেশ্বর, উজ্জয়িনীর মহাকাল, গৰ্ব্বদীতীরস্থ স্বর্য্যবংশীয় মান্ধাতা-রাজ স্থাপিত ওঁকারমান্ধাত, ও vতারকনাথ দেব এই অনাদিলিঙ্গ শ্রেণীভূক্ত। -