পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( কঃি কাতা সেকালের ও একালের । আমাদের মনে জাগরিত আছে। এখনকার ভোগের ব্যাপারও ररू কম নহে ৷ অনেক ব্রাহ্মণ-সস্তানের উপনয়নাদি, কালীঘাটে মানসিক ক্রমে, দেবীর সম্মুখেই হইয়া থাকে। ঐরূপ স্থলে, নব ব্রহ্মচারীকে তিন দিন দণ্ডীরূপে পৃথক গৃহে আবদ্ধ থাকিতে হয় না। সদে সঙ্গেই দগু ভাসান হইয়া যায়। করুণাময়ী মায়ের দ্বারে, অনেক নিরাশ্রয় অভুক্ত অতিথি, সন্ন্যাসী ও নিয়ন সমবেত হয়। পূজাদি শেষ হইলে—মধ্যাহের পর, ইহারা মায়ের প্রসাদ পায়। ভোগের পরই মন্দির-দ্বার নিত্য আবদ্ধ হয়। সন্ধ্যার সময় তাহ খোলা হইয়া থাকে। ভিন ভিন্ন মহানুভব ব্যক্তিদিগে দ্বারা নির্মিত, কালী-পীঠ সম্বীয় বর্ধমান দেবোত্তর ইমারত প্রভৃতির তালিকা ৷ _ নিৰ্ম্মণের - বর্ধমান কীৰ্ত্তি সময় কাহা দ্বারা নিৰ্ম্মিত । __(?) | _ SS S SSAS SSAS SS SAAAAAMMMMMMS নগরসম্বধন গগরঘাট ১৭৭•৭১ | পঞ্জাব প্রদেশবাসী প্রসিদ্ধ সৈনিক কালীর সম্মু হুজুরিমল্ল। " কালীর বর্তমান মন্দির ১৮৯৯ | বড়িশার প্রসিদ্ধ ভূম্যধিকারী, সন্তোষ রায় চৌধুরী ও র্তাহার উত্তরাধি কারিগণ । দুটা ভোগঘর -- ১৮১২ | গোরক্ষপুর নিবাসী টীকারায় । পুরীর তোরণ দ্বার ও झङ्कारिड श्रुणॆन JoyBot (আলাপ) | *b”*२ - 속 & নাট্যমন্দির ... | ১৮৩০ আন্দুলের প্রসিদ্ধ জমীদার রাজা কাশীনাথ রায় । শুiমরায় বিগ্রহের অধি- ... " ষ্ঠান মন্দির ... | ১৮৪৩ I বাওয়ালী নিবাসী বৈষ্ণব—প্রধান - জীদার উদয় নারায়ণ মণ্ডল । তৃতীয় ভোগঘর - " | ১৮৪৩ স্ত্রপুর নিবাসী জুমীয়ার রায় তারক 證 চন্দ্র চৌধুরী । চতুর্থ ভোগঘর “ | ১৮৪৪ তেলিনীপাড়া নিবাসী জমীদার কাশীনাথ বন্দ্যোপাধ্যায় ।