পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। אל"מ লকিতে পারে, তাহ হইলে বোম্বের প্রতিষ্ঠা ও উন্নতির সহিত, অদিয়ারের নাম কখনই বিচ্ছিন্ন হইবে না। বোম্বে ও মান্দ্রাজের প্রাণপ্রতিষ্ঠা দেখানই আমাদের বর্তমান প্রস্তাবের উদ্দেশ্য। এ সম্বন্ধে সবিস্তৃত বিবরণ প্রদান করিতে গেলে, একখানি সুবৃহৎ পুস্তক হইয়া পড়ে। মোটের উপর কথা হইতেছে এই যে—এই মান্দ্রাজ ও বোম্বাই নগরে, প্রথমে ইংরাজের সামান্ত বাণিজ্য-কুঠী স্থাপিত হয়। তৎপরে ইংরাজেরা তথায় দুর্গ প্রতিষ্ঠা করেন। অদিয়ার, সার জন চাইলভূ প্রভৃতি কোম্পানীর সাহসী ইংরাজ কৰ্ম্মচারিগণের চেষ্টায়, বোম্বায়ে ইংরাজ কোম্পানীর নৌ-সেনাবল প্রতিষ্ঠিত হয়। শিবাজীর ও ঔরঙ্গজেবের মহাসমরের ফলে, যখন দীক্ষিণাত্যে মহাবিপ্লবের ও অরাজকতার সুচনা হয়—সেই সময়ে , ইংরাজ কোম্পানীর মনীষি কৰ্ম্মচারীগণ, তাহাদের ভাগ্যলক্ষ্মীর পরামর্শে, ভবিষ্যৎ উন্নতির পথ পরিষ্কার করিয়া লয়েন ।