পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ைைடுகை ইংরাজের বঙ্গে আগমন । বঙ্গে পটুগীজ প্রভাব—ইংরাজদের সহিত পৰ্টুগীজগণের বাণিজ্য সম্বন্ধে প্রতিযোগীত —তিন শত বৎসর পূর্বে সপ্তগ্রামের অবস্থা-সপ্তগ্রামের বাণিজ্য বিস্তায়—সিঞ্জার ফ্রেডরিক প্রভৃতির লিপিত সপ্তগ্রামের বিবরণ–পর্ট গীজ বণিকদের ভারতে আগমন—ভাঙ্গো-ডি-গামার ভারতে আগমন—ভারতে পট গীজ বাণিজ্যের প্রথম স্বত্রপাত—আবুকার্ক—আকবরের রাক্ত সভায়-পটুগীজদের প্রতিপত্তি-পটুগীজদের BBB BB BBBSKggBB DBBB KS00K BBC BB BBBSYDDB পটুগীজ বাণিজ্য—হুগলীর অভু্যদয় ও সপ্তগ্রামের অধঃপতন—হুগলীতে পৰ্টুগীজগণ কর্তৃক দুর্গ নিৰ্ম্মাণ—চট্টগ্রাম উপকুলে পর্ট গীজ প্রভাব-পূর্ব ও পশ্চিম বঙ্গে পৰ্টুগীজ বোম্বেটেদিগের প্রভাব--আকবর কর্তৃক পটীয় প্রভাব দমন চেষ্ট— ইসলাম ধার সাফল্য—জাহাঙ্গীরের আমলে কাশেম খা কর্তৃক পটুগীজ দমনইব্রাহিম থার আমলে বঙ্গে পটুগীজদের অবস্থ-সাহজাদা খুরমের ( পরে সাহজাহান ) পিতৃদ্রোহিতা—বিদ্রোহীরূপে তাহার বঙ্গদেশে পলায়ন-বন্ধমানে অবস্থান-পর্ট গীজ গবর্ণর রডরিকের নিকট সৈন্য-সাহায্য প্রার্থনা-সম্রাট সৈনের হস্তে সাতজাহানের পরাজয়—জাহাঙ্গীরের মৃত্যু—সাহজাঙ্গনের সিংহাসনাধিরোহণ—পর্ট গীজদের উচ্ছেদ সাধন জনা কাশেম গার বাঙ্গালায় আগমন—আল্লাইয়ার র্থ ও খাজাসের প্রভৃতি মোগল-সেনাপতিগণ কর্তৃক হুগলী অবরোধ— সাৰ্দ্ধ তিনমাস ব্যাপী যুদ্ধের পর পট গীজদের অধঃপতন—সপ্তগ্রাম হইতে ছগলীতে বন্দর স্থাপন—পটুগীজগণের অধঃপতনের সহিত ইংরাজের অভু্যদয়। এই ভারতে, বাণিজ্য ব্যাপারে ইংরাজের প্রধান ও প্রথম প্রতিদ্বন্দী ছিল—পটুগীজ। পরে ফরাসীরা কাৰ্য্যক্ষেত্রে দেখা দিয়াছিল বটে—কিন্তু সৰ্ব্ব প্রথমে মহাশক্তিবান পটুগীজগণ, ইংরাজের বাণিজ্য ব্যবসা ও প্রতিপত্ত্বি ধ্বংশের জন্য বহুদিন ধরিয়া চেষ্টা করিতেছিল। বোম্বাই উপকুল হইতে আরম্ভ করিয়া বঙ্গদেশ পর্য্যস্ত সকল স্থানেই, তাহারা ইংরাজদিগের সঙ্গে শক্ৰতা করিয়া আসিয়াছে। কিন্তু ভাগ্যলক্ষ্মী, ইংরাজের প্রতি প্রসন্ন—এইজন্ট পটুগীজগণই ধ্বংশ হইল। পটুগীজ-ধ্বংশের সঙ্গে সঙ্গেই, ইংরাজের উন্নতির সুচনা । তাহা ন হইলে আজ আমরা ইংরাজ-রাজত্বের মুখসমৃদ্ধি ভো" অধিকারী হইতে পরিতাম না ।