পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిసి কলিকাতা সেকালের ও একালের । বুক্কজে বুন্ধজে—বজনদী কামান। বাদসাহী-সৈন্ত, জলে স্থলে তিনমাসকট হুগলী-দুর্গ অবরোধ করিয়া, প্রায় সাড়ে তিনমাস পর্য্যন্ত অপেক্ষ কমি., বাধ্য হয়।* এই সময়ের মধ্যে বাদসাহের সেনাপতিগণ, দুর্গের বহির্ভাগ। নদীর উভয় তীরবত্তী—নানা স্থানে সৈন্য পাঠাইয়া, খৃষ্টানদিগকে বন্ধী করিয়া আনিতে আরম্ভ করিলেন। সেইসঙ্গে পটুগীজদিগের নিযুক্ত বহুসংখ্যক্ষ বাঙ্গালী নাবিককে ধৃত করিয়া আপনাদের পক্ষভুক্ত করিয়া লইলেন। বাদসাহী সেনাকর্তৃক অবরুদ্ধ হইয়া, পটুগীজের সময়ে সময়ে জয় রক্ষার জন্য সামান্ত যুদ্ধ করিয়াছিল ৷ মধ্যে মধ্যে তাহারা, সন্ধির প্রস্তাবs করিয়াছিল। এই সন্ধি ব্যাপারে, তাহারা আত্মরক্ষার জন্য লক্ষ মুদ্র দিয়ে চায়। কিন্তু গোয়া ও অন্যান্ত পটু গীজ অধিকার হইতে সাহায্য পাইবার আশায়, তাহারা সহসা আত্মসমর্পণ করিল না । পটুগীজদিগের অধীনে সাত হাজার বন্দুক-ধারী সেনা ছিল। তাছার এই কয়মাস কাল অবিশ্রান্ত গোলা বর্ষণে, বাদসাহী সেনাকে বাতিবাস্ত করিয়া তুলিয়াছিল। এইরূপে প্রায় সাড়ে তিন মাস অতীত হয় দীর্ঘকালব্যাপী যুদ্ধের পর অক্টোবর মাসে বাদসাহ পক্ষ, দুর্গ জয়ের জন্য, উপায়ান্তর অবলম্বন করিতে বাধ্য হইলেন। সুড়ঙ্গে বারুদ পূর্ণ করিয়া, তাহার হুগলী-দুর্গ উড়াইয়া দিবার চেষ্টা করিতে লাগিলেন । পটুগীজদিগের গির্জার নিকটে যে পরিখাটি ছিল, তাহ অতি সংকীর্ণ। কোন কৌশলে, সেই অপ্রশস্ত থাতের জল বাহির করিয়া দিয়া, তাহা বারুদে পরিপূর্ণ করা হইল। বলা বাহুল্য—পটুগীজের এই বারুদপূর্ণ সুড়ঙ্গটার সন্ধান পাইয় তাহ অকৰ্ম্মণ্য করিয়া দিল। মধ্যস্থলে যে সুড়ঙ্গট নিৰ্ম্মিত হইয়াছিল, তাহার উপরিস্থ এক বৃহৎ অট্টালিকায় বহু পৰ্টুগীজ বাস করিত। বাদসাহী সৈন্যগণ, সেই অট্টালিকার সন্মুখে সমবেত হইয়া, পটুগীজগণকে ಕಳ್ಳ' উপস্থিত করিবার জন্য প্রলুব্ধ করিতে লাগিল। পটুগীজের মোগল-সৈন্যের চাতুরী বুঝিতে না পারিয়া, সেই স্থলে আসিবামাত্রই, বাদসাহী ੋਸ਼’ সুড়ঙ্গে অগ্নিপ্রদান করিল। বলা বাহুল্য মুহূৰ্ত্ত মধ্যে সেই অট্টালিকা ভূমিসাৎ ও বিলুপ্ত হইল ।

  • আবদুল হামিদ লাহোরীর “বাদসানামায়” উল্লিখিত আছে—বাদসাহী সৈন্ত, স' তিনমাস হুগলী অবরোধ করিয়ছিল, কিন্তু “তারিখ-ই-খাফি-খান” বা খাফির্থার ইতিপূর্বে অবরোধের সময় তিনমাসকাল বলা হইয়ছে। তারিখ গ্ৰন্থখানি–বাদসানামার পরে রচিত। BBS BBB BB BBBB BBB BB BBBB BBB BBS BSBBSD BBB BB BB KKAAAA তিনমাসকাল ধরিয়া পটুগীজ ক্ষমত। ধ্বংশ করিবার জন্ত বিব্রত থাকিতে হইয়াছিল।

Elliot's History of India Vol. Vii, Day's Hoogly Past & Present P. "