পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় >然° to দবাদ পাইয়া, নবাব এক সিধা পাঠাইয়া দিলেন। এমন মুন্দর ও উপাদের gেজ, আমাদের অদৃষ্টে বহুদিন মিলে নাই। সেইদিন মির্জাসাহেবেব atীতেই বিশ্রাম করিলাম। বেল তিন চারি ঘটিকার সময় সংবাদ আসিল— "ঞ্জ আমাদের সহিত সাক্ষণতীর্থে প্রস্তুত।” F-stig HTfsfCAAj (Court of Malcundy) TfATi HAFSI TFT ECHA করিয়া গিয়াছেন । ইহার একটু ব্যাখ্যা প্রয়োজন । প্রকৃত পক্ষে তাহারা কটকের মোগলক্ষ্মবাদার আগামহম্মদ জামানের সভায় উপস্থিত হন। এই "ালকাণ্ডি” নাম কোথা হইতে আসিল, তাহার একটু আলোচনা করিব । উড়িশায় শেয হিন্দু রাজা মুকুন্দদেব । মুকুন্দদেব ১৫৪০ शृ छेizक ऎक्लिशाॉब्र নিঃসনে আরোহণ করেন। তখন হুমায়ুন বাদসহুি দিল্লীর সিংহাসনে অষ্টিত । ইহার ছয় বৎসর পরে আকবর-সাহ দিল্লীর সম্রাট হন । ১৫৬৭ 4 অব্দে সুলেমান সাহ কিরাণী, বাঙ্গালার মোগল স্ববাদার বা রাজপ্রতিনিধি ছিলেন । সুলেমান, ইতিহাস-প্রসিদ্ধ কালাপাহাড়কে উড়িষ্যাজয়ে প্রেরণ করেন। যাজপুরের যুদ্ধে মুকুন্দদেব নিহত হন। উড়িষ্যার এই শেষ স্বাধীন হিন্দুৰূপতি, কটকে এক প্রকাও রাজপ্রাসাদ নিৰ্ম্মাণ করিয়া ছিলেন । * ইংরাজ কুঠিয়াল বা ফ্যাকটারেরা যখন কটকে উপস্থিত হন, তখন উড়িষ্য। প্রদেশ আকবরসাহের কর-কবলিত । মুকুন্দদেবের দুর্গে, যে প্রকাও

  • খাবণফজল আইন-আকবরীতে মুকুন্দদেবের এই বিরাট প্রাসাদ-দুর্গের কথা উল্লেখ *I solo fesh wro-"The City of Cuttack has a stone Fort situated at the bifurcation of the two Rivers, the Mohamadi held in high veneration by the Hindus and the Katjuri. It is the Residence of the Governor and coatains some fine buildings, for 5 or 6 Kos round the Fort. During the rains the country is under water. Raja Mukund Deo built a Palace

here with nine Courts (literally of nine Ashianahs or nest) (Ain-Akbari— Blockman's Trs.) এই দুর্গ “বারবাটার কেল্লা" বলিয়া পরিচিত ছিল। কেহ কেহ অনুমান করেন—রাজা গঙ্গভৗম দেব কর্তৃক এই দুর্গ নিৰ্ম্মিত হয় (খৃঃ চতুর্দশ শতাব্দী)। এখন এ ছর্গের ধ্বংসাবশেষ বিষ্ট হয়। মুকুলদেবের দুর্গের ধ্বংসাবশেষ এখন জঙ্গলে সমাবৃত। ইহার প্রস্তরখও লইয় বের পবলিক ওয়ার্কস, ডিপার্টমেন্ট, লাইট-হাউস (বাতিঘর) ও হাসপাতাল নিৰ্ম্মাণে ব্যবহার নিছেন। তবে অতীতের স্মৃতিস্বরূপ এই দুর্গপরিখা ও ভঙ্গ-তোরণার এখনও বর্তমান।