পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R రిఫి কলিকাতা সেকালের ও একালের । o ཡང་།─གའ་བབས་བམ་མཐའ་མ་ཛྷ་ཌྷ་ হইবে। যদি কোন বিষয় লইয়া, ইংরাজের ও সম্রাটের প্রজাগণের মনে বিবাদ উপস্থিত হয়, তাহা হইলে শাসন-কৰ্ত্তারা তাহ সরাসর নবীকে গোচরে আনিবেন। তিনি র্তাহার নিজ দরবারে এরূপ মামলা गशूरश्नः বিচার করিবেন। এতদৰ্থে ১৬৩৩ খৃঃ অব্দের মে মাসে, এই আদেশ বা ছাড়পত্র স্বাক্ষরিত হইল । - ৪ঠা মে। নবাব আমাদের প্রধান বণিককে (মিঃ কার্টরাইট্র ) এক জবর খানার প্রয়োজনীয় দ্রব্যাদি উপঢৌকন পাঠাইয়া দেন। মির্জা মমিনের কাছেই ( Mersey Momiene ) * অবশ্য এ খানার সওগাদ আসিল । সে দিনের দরবারে, যে আমীর, আমাদের শত্রু পটুগীজদের স্বপক্ষে দুই চাঃি কথা কহিয়াছিলেন, পটুগীজদের কার্য্য-প্রণালীর সমর্থন করিয়াছিলেন, তিনিও আমাদের উপর অতি প্রসন্ন হইয়া, এক বস্ত চিনি, একবোতল উৎকৃষ্ট মদিরা ও নানাবিধ দেশীয় মিষ্টান্ন প্রভৃতি স্বয়ং সঙ্গে লইয়া আসিলেন। মিঃ কার্টরাইটকে সম্বোধন করিয়া বলিলেন -- “সেদিনকণর দরবারে আমি যে প্রতিকূলতা করিয়াছিলাম, সে কথা আপনার ভুলিয়া যান। ইংরাজ কোম্পানীর উপকণর করিতে এখন আমি সৰ্ব্বতোভাবে প্রস্তুত।” এই আমীরটা বালেশ্বরের (Bollasoriye ) শাসনকৰ্ত্তা ছিলেন। তাহার নাম মীরকাশেম ( Mercossem ) । আমরা বালেশ্বরের দিকে যাত্রা করিব শুনিয়া তিনি সৰ্ব্ববিষয়ে আমাদের সাহায্য করিতে প্রস্তুত হইলেন । ৫ ই মে । ( ১৬৩৩ খৃঃ অব্দ ) নবাবের আহবানক্রমে, আমরা পুনরায় র্তাহার দরবারে উপস্থিত হইলাম। তিনি আমাদের সেই দিন পরোয়ান বা বাণিজ্য-সম্বন্ধে আদেশপত্র প্রদান করিলেন । এই আদেশপত্রের বলে, আমরা তাহার অধীনস্থ প্রদেশ সমুহে, অবাধ বাণিজ্যের অধিকারী হইলাম। ৬ই মে। (১৬৩৩ খৃঃ অঙ্গ ) আজ নবাব ইংরাজদিগকে তাহার সভা আহবান করিয়া, একটা উপাদেয় ভোজ দিলেন। নবাবের মাথার উপর যে মখমলের চন্দ্রতপখানি ছিল—তাহ চারিবর্ণের। এই দরবারে আমাদের প্রধান বণিক ও দলপতি মিঃ কাটরাইট এক বহুমূল্য পরিচ্ছদ, সম্মানে খেলাৎ রূপে প্রাপ্ত হন। পরদিন আমরা আবার রাজসভায় যাই । যাহাতে নবাবসাহেবের অধীনস্থ স্থান সমূহে, আমরা অবাধে ভ্ৰমণ করিতে পাি তাহার জন্য আর একখানি ছাড়ও আমরা এই দিনে পাইলাম। দেখিলা

  • ক্ৰটন এ দেশে ভাষানভিজ্ঞ ছিলেন। কাজেই তিনি উপহার লিখিত বৃত্তান্তে ধেরূপ বানান করিয়াগিয়ছেন—আমরা বন্ধনীর মধ্যে ইংরাজীতে অবিকল তাহাই লি"ি