পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*>e কলিকাতা সেকালের ও একালের । আশাই ছিলনা।* তখন বৌটন সাহেব, সুরাটে ছিলেন । সম্রাট কক্ষ চিকিৎসার জন্য র্তাহাকে জোর তলব হয় । সুরাটের মোগল শাসনকর্তৃ আসালত খণ, ডাক্তার বেটনকে আগরায় পাঠাইয়া দেন। ১৬৪৫ খৃঃ অরে, বেটন আগর রাজধানীতে উপস্থিত হন। স্বভাবগুণে ও চিকিৎসা-পটুতা বেটন সম্রাটের অনুগ্রহভাজন হয়েন । । আগরায় অবস্থানকালে, সম্রাটপুত্র সাহসুজার সহিত, তাহার যথেষ্ট ঘনিষ্টত হয় । ইহার পর সাহসুজ, বাঙ্গলার শাসনকৰ্ত্ত হইয়া আসেন। সে সময়ের কাগজপত্র হইতে জানিতে পারা যায়, বৌটন সাহেব রাজমহলে সাহজাদা সুজার নিকটে অবস্থান করিতেছিলেন । এদিকে বিলাতের কৰ্ত্তাদেরও মতি-গতি ফিরিল। তাহারা যখন বুফিলেন, দিনেমারের গাঙ্গ্য-প্রদেশে বাণিজ্য দ্বারা যথেষ্ট ফল পাইতেছে, তখন র্তাহীদের মনে বঙ্গদেশে ফ্যাক্টরী বা বাণিজ্যাগার খুলিবার বাসনা অতি প্রবল হইয়া উঠিল। এই ভাবিয়া তাহারা বিবিধ বাণিজ্য-দ্রব্যপূর্ণ “লিয়নেস্" নামক একখানি জাহাজ ভারতে প্রেরণ করিলেন । ২২ সে আগষ্ট তারিখে ( ১৬৫০ ) “লিয়নেস” মন্দ্রিাজে আসিয়া নোঙ্গর করে। মান্দ্রাঞ্জ ফ্যাক্টারীর কৰ্ত্তারা পরামর্শ করিয়া স্থির করিলেন, যে নবাগত জাহাজখানিকে সরাসর বঙ্গদেশের মধ্যে, হুগলীতে না পাঠাইয়া, প্রথমে বালেশ্বরে নোঙ্গর করান হউক । জাহাজ বালেশ্বরেই থাকিবে, কেবল কয়েকজন ফ্যাক্টর হুগলী পর্য্যন্ত গিয়া, তথাকার সুবিধা অসুবিধা বুঝিয়া, যথাবিহিত কৰ্ত্তব্য করিবেন । দিনেমার জলদসু্যদের হস্তেও পথিমধ্যে বিপদ ঘটা খুব সম্ভব, এইজন্য জাহাজখানিকে অতি সাবধানতার সহিত পরি চালিত করিতে হইবে । সকলেই এই মত সমীচিন বলিয়া বোধ করিলেন। ক্লক হাভেন নামক একজন দক্ষ ইংরাজের অধীনতায়, কয়েকজন ফ্যাক্টর “লিয়নেস" জাহাজকে লইয়। বঙ্গাভিমুথে অগ্রসর হইলেন। সোরা, চিনি ও রেশম, এই তিনটী তখনকার কালে, বঙ্গদেশের প্রধান লাভকর বাণিজ্য-দ্রব্য। কাপ্তেন ক্রক হাভেন্‌ বালেশ্বরে পৌঁছিয়া, তাহার ।

  • সম্রাটকন্যার এই দুর্ঘটনার তারিখ লইয়। অনেক গোলমাল আছে । মুসলমান ইতিহাস লেখকদের মতে, এই ঘটনা ১৬৪৩-৪৪ খৃঃ অব্দে হয়। বেটন ১৬৪৫ খৃঃ অক্টোর প্রধান স্বরাট হইতে প্রেরিত হন। উক্ত ইতিহাস-লেখকের আরও বলেন, যে লাহোর হইতে এ* জন দক্ষ হকিম আসিয়া সম্রাটকন্যার দগ্ধক্ষতের চিকিৎসা করেন। বেটন বিলম্বে পৌঁছি ছিলেন। এ মত বিভিন্নতা স্বত্বেও, বেটন যে দিল্লীর সম্রাট দরবারে একটা প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাহ সম্পর্ণ সত্য। -