পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ কলিকাতা দেকালের ও একালের প্রাচীন কলিকাতার যে সামান্ত উন্নীত হইয়াছিল, তাহ সমসাময়িক হামিলটান সাহেবের বর্ণনা চইতে জানিতে পারা যায়। বসুক নামক গ্রন্থ রচয়িত বলেন, “সম্ভবতঃ খৃষ্টের ষোড়শ শতাব্দীর প্রথমার্দ্ধে বসাকেরা কলিকাতায় আসিয়া প্রথম বসবাস করেন। বসাকের পটুগীজ ও ইংরাজ উভয় জাতীয় বণিকদের সহিত ব্যবসায়সূত্রে লিপ্ত ছিলেন। বেতোড়ের ছাটের অধঃপতনের সঙ্গে সঙ্গে, এপারে মুতলুটার হাট জাকিয়া উঠে । বস্বকের ধরিতে গেলে কলিকাতার "জহুল কাটানো” অধিবাসী। ১৭১৭ খৃঃ অব্দের মধ্যবর্তী সময়ে—বংশবৃদ্ধির সচিত তাহারা প্রাচীন কলিকাতায় বিস্তারিত হইয়া পড়েন ।” এ সম্বন্ধে সমসামরিক হামিলটন সাহেব যাহা বলিয়াছেন, তাহার মৰ্ম্মার্থ এই—“১৭১৭ খৃঃ অরে কলিকাতার অবস্থা অন্তরূপ ছিল । বৰ্ত্তমান নগরী সেই সময়ে মদীয়া জেলার অন্তঃর্ভূক্ত কয়েকপানি ক্ষুদ্র গ্রাম ছিল। দশ বারখানি ঘর লইয়া, এক একটা BBBB BBBB BBBBB BBBBB BBBBBBBS BBBB BBBB (চাদপাল ) দক্ষিণে এক বনভূমি। ক্রমে এই বন পরিস্কৃত হয়। খিদিরপুর ও এই বনভূমির মধ্যে দুইখানি গ্রাম ছিল। এই সময়ে শেঠ ও বসাকের এখানকার প্রধান ব্যবসায়ী । তাহীদের যত্নেই এসব গ্রামে লোকের বসবাস হয় ও ইহু! একটী ক্ষুদ্র নগরীতে পরিণত হয়। বর্তমান ফোর্ট উইলিয়াম ( গড়ের মাঠের পাশ্ববৰ্ত্তী স্থান ) ও এস প্লানেড ( ধৰ্ম্মতলার নিকটবস্ত্রী স্থান ) অধিকৃত ভূভাগেই উল্লিখিত বনভূমি ও দুষ্টখানি ক্ষুদ্র গ্রাম ছিল। ১৭১৮ খ্ৰীঃ অব্দে চৌরঙ্গীর জঙ্গলের মধ্যে দুই একখানা গ্রামের অস্তিত্ব দেখা যায় । এষ্ট সকল ক্ষুদ্র গ্রামের চারিদিকে নালা নর্দমা ও খাল। ধরিতে গেলে, এই সময়ে চিৎপুর হইতেই কলিকাতার সীমা আরম্ভ হইয়াছিল। কিন্তু চিৎপুর ও কলিকাতার মধ্যবৰ্ত্তী ভূভাগ বন জঙ্গলে সমাচ্ছন্ন ছিল। ১৭৪২ খ্ৰীঃ অব্দে বগীর হাঙ্গামার জন্ত কলিকাতার একদিক ব্যাপিয়া খাল খনন করান হয় । ইহা “মারচণট-ডিচ" বা “বৰ্গীর-থাত” বলিয়া বিখ্যাত। সেরাজউদৌলা যে সময়ে কলিকাতা আক্রমণ করেন, সেই সময়ে সহরের মধ্যে ইংরাজদের ৭• খানি বাড়ী-ছিল । এখন যাঙ্গ এসপ্লানেড, চৌরঙ্গ । ফোট উইলিয়াম বলিয়া পরিচিত, ১৭৭৬ খৃঃ অব্দেও তাঙ্গ জঙ্গলময় 伺1 এই জঙ্গল সমূহের মধ্যে ক্ষুদ্রগ্রাম ও মধ্যে মধ্যে গোচারণ ভূমি "*

  • A forest to the south of ( Champal Ghat) which was afterwards removed by degrees between Kidderpur and the forest were 2 villages