পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Θο γ' কলিকাত! : সকালের ও এ কালের । باقی چ===" করিতে, কোন প্রাদেশিক শাসনকৰ্ত্তারাই সাহস করিতেন না। জয় ঔরঙ্গজেব ত অতবড় জবরদস্ত বাদসাহ ছিলেন–কিন্তু তাহার আমলে, বt. সাহী হুকুম সমূহ অতি সহজেই উল্লক্তিঘত হইত। ইহার কারণ আর কিছুই নহে, ঔরঙ্গজেব তাহার রাজত্বকালের অধিকাশ সময় দাক্ষিণাত্যে যুদ্ধ ব্যাপারে লিপ্ত ছিলেন । বঙ্গদেশে কোথায় কি হইতেছে, তাহার কোন সংবাদই তিনি রাথিতেন না। ইতার প্রমাণস্বরূপ, হুগলীর ব্যাপারকে উল্লেখ করা যাইতে পারে। হুগলী, হিজলী প্রভৃতি স্থানে চার্ণক যে সব বিপ্লব ও বিগ্রহ উপস্থিত করিয়াছিলেন, তাহার সংবাদ যখন ঔরঙ্গজেবের নিকট পৌছিল—তিনি হুগলীসঙ্গর কোথায়, ইহাই খুজিয়া পাইলেন না । অবশেষে বঙ্গদেশের নক্সা তলব করিয়া, তিনি হুগলীর অবস্থানস্থান নির্ণয় করিলেন। চার্ণক হাতে-কলমে, ঠেকিয়া শিপিয়া, বাদসহ ও র্তাহার কৰ্ম্মচারীদের মধ্যে যে কি পার্থক্য- তাঙ্গ মৰ্ম্মে মৰ্ম্মে বুঝিয়াছিলেন। সম্রাট দরবারের উপর তা তার তেমন একটা আস্ত ছিল না । * অপর কারণ এই—নবাব সায়েস্ত। খা চার্ণপী আমলের অধিকাংশ সময়ই বঙ্গালার রাজ-প্রতিনিধিরূপে কাৰ্য্য কশ্লিয়ছিলেন । সায়েস্ত থ}, অতি জবরদস্ত শাসনকৰ্ত্ত ছিলেন । তাহার উপর, তিনি সম্রাটের একান্থ বিশ্বাস-ভাজন ও অতি নিকট আত্মীয় । কাজেই তিনি যাহা কিছু সম্রাট দরবারে এতেল করিতেন, তাঙ্গর সত্যতার সম্বন্ধে সম্রাটের মনে কখনও কোন সন্দেহ উপস্থিত হয় নাই । পাটনা হইতে জব চার্ণক, কাশীমবাজার কুঠীর অধ্যক্ষরূপে নিয়োজিত হন । কেন্সিলের দ্বিতীয় পদপ্রাপ্তি ও এই সময়ে ঘটে । কিন্তু বলা যায় না—কি অব্যক্ত কারণে চাৰ্ণক পাটনা ত্যাগ করিতে স্বীকৃত হইলেন না। এই ব্যাপার লইয়া, তাহার উপরিতম কৰ্ম্মচারী ষ্ট্রেন্থসাম মাষ্টারের সহিত র্তাঙ্গর মনোভঙ্গ পৰ্য্যন্ত হইয়াছিল। ষ্ট্রেন্থসাম, এই ব্যাপারে

  • জব চার্ণক—১৬৭৮ খৃঃ অব্দের ৬ই জুলাই যে পত্র লেখেন, তাহার একাংশ এই— The King's Hookum is of small value as an ordinary governor. * in our opinion sum of money demanded is very large, considering ali circumstances. Had it been another king as Shajahan whose Pharmand and Husbul Hookums were of such great force and finding that none dare to offer to make 'the least exeption against any af them, it might have see” ed somewhat reasonable, but this with king ( Aurangzeb ) it is the comtrary + + (Hedge's Diary Vol II.)