পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} কলিকাতা সেকালের ও একালের رمان جان তিনি স্বপক্ষীয়দিগের সাহায্যার্থে ঘটনাস্থলে উপস্থিত হন । র্তাহার शड ঘোড়ার চাবুক ছিল—সেই চাবুক দিয়া এণ্টনিকে প্রহার করেন।* , চাণক হস্তে প্রহরিত এণ্টনি সাহেব, এ অপমান ভুলিতে না পাবিল তাহার প্রভূ মজুমদারদের অধিকৃত জমিদারির মধ্যে, কাচড়াপাড়ার নিকট এক গ্রামে গিয়া বাস করেন ।f এই এন্টনি সাহেবের পৌত্রই, কবিওয়ালা আণ্টনি (এন্টনি ) সাহেব। সেকালের কবির সহিত বঙ্গ-সাহিত্যের যদি কোন সম্বন্ধ থাকে, যদি আমরা দাশুরায়, রামবসু, হরুঠাকুর, ভোলাময়রা, ঠাকুর-সিং প্রভৃতির নাম বিস্মৃত না হই, তাহা হইলে এণ্টনির নামও বিস্মৃত হইব না। এণ্টনি খৃষ্টান হুইয়াও হিন্দু-ভাবাপন্ন ছিলেন । তাহার কারণ, তিনি এক ব্রাহ্মণ-রমণীর প্রেমে পতিত হন । তিনি হিন্দুর পাল-পাৰ্ব্বথ, দোল দুর্গোৎসবে—দা গ্রহে যোগ দিতেন, অবশেষে কবিরদল বাধিয়া আসরে নামিয়াছিলেন । কবির দলের লড়াই বড় সহজ ব্যাপার নহে । উপস্থিত বুদ্ধিতে, অর্থপূর্ণ কবিতা রচনা করিয়া, ছড়া-কাটান ও প্রতিপক্ষদলকৈ কঠোর জবাবে নিরস্ত করা বড় সহজ কাজ নহে । এণ্টনির কবিত্ব ও বাঙ্গলা ভাষায় দখলও বড় কম ছিল না"। দুই একটা উদাহরণ দিলেই পাঠক তাহা বুঝিতে পারিবেন। এক জায়গায় কবির আসর বসিয়াrছ । তথনকার কালে কবির বড় ধূম। আসর লোকে পরিপূর্ণ। এই সময়ে এণ্টনি সাহেব মাথার টুপি ও গায়ের কুষ্টি ছাড়িয়া আসরে অলতীর্ণ। প্রতিপক্ষ কবিওয়ালা ঠাকুর সিংহ, এণ্টনি সাহেবকে আক্রমণ করিয়া বলিলেন-- + Portuguese Antony, Agent of the proprietor of Calcutta has been horse whipped out of the enclosure by Charnock for attempling to prevent some English Factors from entering it during the Holi festival of the Hindu God Sham Roy (Gobinda ) which was still being celebrated | here as of old, inspite of the removal of the idol to Kalighat (Roy's C. R. ) § : + চার্ণকের সমকালবৰী, মজুমদারদের কৰ্ম্মচারী, চার্ণক-প্রঙ্গত এণ্টনির বাগানবাটীর } ভিটা এখনও বর্তমান । এন্টনির হাটের নাম এখনও অনেকের মনে আছে। কলিকতা এণ্টনি-বাগান লেন এই এন্টনির নামেই হইয়াছে। ইহার পৌত্র কবিওয়াল ஆக் সাহেব ফরাসী . অধিকারভুক্ত গরিটিতে থাকিতেন। তাহার বাগানবাটীর গুঞ্জাব" এখনও পরিদৃষ্ট হয়। কবিওয়াল এন্টনির ভ্রাত। কেলি সাঙ্কের একজন ক্ষমতাপ * অর্থশালী লোক ছিলেন । ( Census of India vol. VII-দীনেশ বাবুর বঙ্গ" সাহিত্য । ) -