পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্ৰৈয়োদশ অধ্যায় । ૭૭૧ উহাদের বাণিজ্যাগার লুণ্ঠন করিবে। এরূপ অবস্থায়, নবাব যদি তাছাদের দুর্গ-নিৰ্ম্মাণের অনুমতি না দেন—আত্মরক্ষার উপায় করিতে রা দেন, তাহা হইলে তাহীদের অতিশয় বিপন্ন হইতে হইবে।” বলা বাহুলা—নবাব ইব্রাহিম খা,তাহদের এ আবেদন অগ্রাহ না করিয়া দুর্গ নিৰ্ম্মাণের সম্মতি দিলেন । ইংরাজ, ফরাসী ও ওলন্দাজগণ আপনাদের ফুঠীর চারিদিক প্রাচীর বেষ্ঠিত করিয়া, চারিকোণে বুরুজ ও মিনারাদি তুলিলেন। চুঁচুড়া, চন্দননগর, মুতালুটীতে এইরূপে দুর্গ-নিৰ্ম্মাণের স্বত্রপাত হইল । বিলাতের কর্তারা, এতদিন যে সঙ্কল্লের পরিপোষকতা করিতেছিলেন, কলিকাতার ইংরাজ-কুঠীর অধ্যক্ষগণ বহুদিন পোষিত যে বাসন কার্য্যে পরিণত করিবার জন্ত, ব্যগ্র হইয়া উঠিয়াছিলেন, যে সঙ্কল্প হৃদয়ে লইয়া জব চার্ণক, সমাধিগর্ভ আশ্রয় করিয়াছিলেন, তাছা এই উপযুক্ত অবসরে কার্য্যে পরিণত হইল। ভারতে ইংরাজের রাজশক্তির প্রথম ভিত্তি-প্রস্তর প্রতিষ্ঠিত ढुङ्गेल। এই সমস্ত ইউরোপীয়গণই সেই ভীষণ সময়ে, এদেশীয় বিপন্ন লোকদিগের প্রধান সহায় ও বিপদে রক্ষণকৰ্ত্ত বলিয়া বিবেচিত হইল । ইংরাজদের কুঠী মুরক্ষিত হইতেছে দেখিয়া, একজন এদেশীয় রাজা তাহদের ফুঠীতে ৪৮ হাজার টাকা গচ্ছিত রাখেন। ১৬৯৭ খৃঃ অন্ধে স্থতালুটা দুর্গ-নিৰ্ম্মাণের কার্য্য অনেকট অগ্রসর হয় । এখন বিদ্রোহ কাহিনীই বিবৃত করিব। নবাব ইব্রাহিম খাঁ—“কিছুই না" বলিয়া যতই নিশ্চিস্ত হউক না কেন--ইহার ফলে দেশব্যাপী হাহাকার উঠিল। বিদ্রোহীগণ হুগলী দখল করিয়া, সমস্ত ধনরত্ন লুণ্ঠন করিল। হুগলী শহর ও সহরতলীর আমীর ও অন্যান্স সম্লান্ত অধিবাসীগণ এর শর্শস্ত্রী. স্থানের جم ، محمد o: ར་ ཅ ” “_ ན་བ་ ༦. 禦醬等等慧 প্রিসিদ্ধ ছিল। তাহারা রহিমসার সহিত যোগদান করিয়া, *{#*शान লুটপাট ও উপদ্রব আরম্ভ করে। রহিম-স। মুকম্বদাবাদের দিকে অগ্রসর হইয়া, তথাকার জায়গীরদার নেয়ামত খাকে তাহার সহিত যোগ দিবার জন্ত আহবান করেন।f * هيكسيسيبيح

  • “The country in possession of rebels were estimated at Sixty lacs of Rupees per annum, and that their force consisted or 12ooo cavalry and 32000 infantry.—Governor. Sir Charles Eyer's letter dated Decr, 1696 (East India Records. Vol XIX, P. 263). so

+ “ধনঙ্গামসুত জ্ঞেয়শ্চম্বারো গুরুসাহসাঃ জগং কালুশ্চ বেণীশ কৃষ্ণরামশ্চ বিশ্রুভ ।