পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ ক ধ্যায় । । O8? উরালন করিলেন। জনৈক শত্ৰু-সৈন্য, তাহার নিকট জলপূর্ণ পাত্র আনয়ন করল। কিন্তু তিনি শক্রহস্তে জলপান করা অনুচিত বিবেচনা করিয়া, পিপাসিত অবস্থাতেই প্রাণত্যাগ করিলেন। এই যুদ্ধে বীরপ্রবর নেয়ামত খণর পক্ষে অনেক সৈন্ত নিহত হয়। ছিম-সার সেনাগণ, তাহার সমস্ত ধনসম্পত্তি লুণ্ঠন করে। তৎপরে বিদ্রোহীদৈন্য, মহা দস্তভরে মুখস্থদাবাদে উপনীত হয়। মুখমুদাবাদে উপস্থিত হইয়া গহীরা পাচ হাজার বাদসাহী-সেনাকে পরাজিত করে। নগর লুণ্ঠন এ পাশবিক অত্যাচার দ্বারা একটা মহা বিভীষিকার স্বষ্টি করিয়া, বিজয়ী বিদ্রোহীদল কাশিমবাজারের দিকে অগ্রসর হয়। কাশিমবাজারের দেশীয় বেদল্পিগণ ভীত হইয়া—বিদ্রোহী সেনানায়কের নিকট কৃপা ভিক্ষ করায়, গুচার কাশিমবাজার লুণ্ঠন সঙ্কল্প ত্যাগ করে। বিদ্রোহীদের নিকট এইরূপ স্থানত স্বীকার করার জন্স, কাশিমবাজারের প্রধান সওদাগর গোলাচাদকে পরে অনেক টাকা বাদসহ সরকারে জরিমান দিতে হয় । এই সময় একদল বিদ্রোহী-সৈন্ত, মুতালুটার দিকে অগ্রসর হইল । তাছার মধ্যপথে কয়েকখানি গ্রামে আণগুণ লাগাইয়া দিল । পাশ্ববৰ্ত্তী কয়েকখানি গ্রামের জমীদারগণ একযোগে মিলিত হইয়া, বিদ্রোহীদের মধ্যে ৯০ জনকে নিহত করেন। আয় একদল বিদ্রোহী, মোগলের পূর্বকথিত “খান” দুগের দিকে অগ্রসর হইল । হুগলীর ফৌজদারের অনুরোধক্রমে—এই সময়ে সুতালুটার ইংরাজ কৌন্সিল, থানা-দুর্গের রক্ষার্থে দুইখানি জাহাজ প্রেরণ করায়, বিদ্রোহিগণ ভয় পাইয়া সেস্থান হইতে সরিয়া পড়িল । এই সময়ে ইউরোপীয় বণিকগণ, মহোৎসাহে ও বিশেষ তৎপরতার সহিত উহাদের দুর্গ নিৰ্ম্মাণ কার্য্যে অগ্রসর করিয়া দেন। চুচুড়া, চন্দননগর ও মুতালুট, তিন স্থানেই সমানভাবে রাত্রিদিন ব্যাপিয়া কাজ চলিতে লাগিল । ইংরাজেরা তাহীদের কলিকাতার দুর্গের একদিকের প্রাচীর পরিখা ও বুরুজ প্রভৃতি নিৰ্ম্মাণ করিয়া ফেলিলেন।* বিদ্রোহিগণ ১৬৯৭ খৃঃ অব্দের মার্চ মাসের মধ্যে, রাজমহল इड्रेटङ মালদহ পৰ্য্যন্তু সুবিস্তৃত ভূভাগ করায়ত্ত্ব করিয়া বসিল। মালদহে ইংরাজ

  • In the meantime the Europeans worked day and night in fortifying *ir factories at Chinsura, Chandernagore and Chnttanutty. at the latter **, the English constructed regular bastions, capable of bearing cannon, to avoid giving offence, the embrasures were filled up on the outside. "a wall of single brick. Stewart's Bengal. (1813 Edition P. 334. )