পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Oboe কলিকাতা সেকালের ও একালের । যাহা হউক —এই ভ্রাতৃ-সমরে, সহ-অালমই সৰ্ব্বতোভাবে বিজয়ন্ত্ৰলজ করিলেন। সিংহাসন তাহারই হইল । গিয়াছেন। আমি তোমাকে তাহার উপর হায়দারাবাদ দিতেছি। আমি তোমায় নিজের সন্তানের মত স্নেহ করি। অ্যাণ মুসলমানের রক্তপাতের প্রয়োজন কি ? কিন্তু এ মাৰ্যা প্রস্তাবেও যুদ্ধ বন্ধ হইল না। কামবশ্ব কিছুতেই যুদ্ধ হইতে বিরত হইলেন না। পরাজিত হইয়া অহষ্ঠ অবস্থায় তিনি সহ-অলমের শিবির মধ্যে অtণীত হন। এই সময়ে সাহ-আলম উহাকে দেখিতে যান। সাহ-আলম কনিষ্ঠের সেই রক্তাঃ ত শোচনীয় অবস্থা দেখিয়া বলিলেন“ভাই ! তোমাকে যে এ অবস্থায় দেখিতে হইবে, এ ইচ্ছ। আমার ছিল না।” কামবঙ্গ বলিলেন—“তৈমুর-বংশে জন্মিয় যে প্রাণতয়ে ভীত কয়েদীর মত শৃঙ্খলিত হইয়া, তোমা কাছে আসি নাই—ইহাই আমার সৌভাগ্য।" সাহ-আলম এ উত্তরে কোনরূপ ত্রে" প্রকাশ না করিয়া, ভ্রাতার শুশ্ৰুষার বন্দোবস্ত করিয়া দেন। সেই সময়ে দুইজন ইউরোপী" ডাক্তার সেস্থানে উপস্থিত ছিলেন। সাহ-আলম, আহত ভ্রাতার জীবনরক্ষার জন্য উই*ি নিযুক্ত করিয়া দেন। কিন্তু কামবক্ষ-ঘূণায়, মনের দুঃখে, ভ্রাতার নিকট কোন সাং" zirgą atst i Iradat Khan 55. Khafi Khan. 406,