পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిసెల কলিকাতা সেকালের ও একালের । কৰ্ম্মচারীকে ত্যাগ করিলে রাজ্যের সমূহ ক্ষতি, অথচ তাহার অবাধ ক্ষমতা সংযত করাও অবশ্যক। মুরশীদকুলী খী মার্চ মাসে পাটনায় উপস্থিত হন। এদিকে বাদসাহ জেয়াউদ্দিন খী নামক এক সুদক্ষ ব্যক্তিকে এপ্রিল মাসে হুগলীর ফৌজদার ও করমণ্ডল উপকুলের ও বঙ্গোপসাগরের নৌ-সেনাপতি নিযুক্ত করিয়া বঙ্গদেশে প্রেরণ করেন ।* মান্দ্রাজের অধ্যক্ষ পিট সাহেবের সহিত জেয়াউদিনের খুব সদ্ভাব ছিল । পিটের সহিত র্তাহার যে পত্র ব্যবহার হইয়াছিল, তাছা হইতেই প্রমাণ হয়, তিনি ইংরাজদের পরম হিতচিকীযু বন্ধু ছিলেন ।f জেয়াউদ্দিন খা, মে মাসে হুগলীতে উপস্থিত হন । এই সময়ে জনাৰ্দ্দন শেঠ কোম্পানীর প্রধান দালাল ছিলেন । ইংরাজপক্ষ নূতন ফৌজদর্শরের সহিত সাক্ষাৎ করিবার জন্ত, জনাৰ্দ্দনকে হুগলীতে পাঠাইলেন । জনাৰ্দ্দন ফিরিয়া আসিয়া কেন্সিলকে জানাইলেন—“ফৌজদার সাহেব অতি অমায়িক ও ভদ্রলোক । আমার সহিত তিনি অতি ভদ্র ব্যবহার করিয়াছেন । তিনি কলিকাতায় আসিতে ইচ্ছুক। কিন্তু তাহার পূৰ্ব্বে নবাবী প্রথমত, আপনাদের পক্ষ হইতে দুইজন লোক ঠাঙ্কণর দরবারে হাজির হওয়া প্রয়োজন ” জনাৰ্দ্দনের মুখে এই সংবাদ অবগত হৃষ্টয়া, কলিকাত"-কেন্সিল মিঃ চিটি ও মিঃ ব্লণ্ট নামক দুইজন সাহেবকে নূতন ফৌজদারের নিকট পাঠাইয়া দেন । এদিকে “রোটেশন=গ্ৰভৰ্ণমেণ্ট" বা পৰ্যায়ক্রমিক শাসন-প্রথার পরমায়ু শেষ হইয়া আসিল । ১৮ই জুলাই তারিখে, মিঃ এণ্টনি ওয়েলডেনের নিকট হইতে কলিকাতা-কেন্সিল এক পত্র পান। এই পত্র বালেশ্বর হইতে লিখিত। ওয়েলডেন লিথিয়াছেন—“আমি কোম্পানী কর্তৃক বঙ্গীয় বাণিজ্যগারের প্রধানরূপে নিযুক্ত হইয়া বালেশ্বরে পৌছিয়াছি।” এই সংবাদ পাইয়া ইংরাজের পূৰ্ব্বোক্ত রন্ট সাহেবকে, নবনিযুক্ত গবৰ্ণরকে প্রত্যুদগমন করিবার জন্য বালেশ্বরে পাঠাষ্টয়া দেন। ২০শে জুলাই সন্ধ্যাকালে ওয়েলডেন কলিকাতায় পৌছান । তিনি দুর্গ সমীপে উপস্থিত হইলে, কেন্সিলের সভা জন রসেল ও আডামস নামক দুইজন গননীয় ব্যক্তি, তাহাকে জাহাজ S BBB DDBDSTYBBDD DBBDD SBBBB BB "রোধী দাড়ায় । ইংরাজ দপ্তরের কাগজে ইনি জুড়ী থ" ( zoody Khan) নামেই পরিচিত । 塑 সন্ত্রাস্তবংশীয় ও নানাস্থানে রাজকার্যো নিযুক্ত হন । বাদসহ দরবারে তাহার খুব প্রতিপত্তি छ्लि । + (Wheelct's Old Madras.-289. )