পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । Skroo সনন্দ লাভ করিলেন এবং ঢাকা, মুর্শিদাবাদ, হুগলী, রাজমহল প্রভৃতি স্থানের জন্যও তাঙ্গার বিশেষ আদেশ প্রাপ্ত হইলেন ।* অগ্ৰেই বলিয়াছি-মান্দ্রাজের প্রেসিডেন্ট পিট সাহেব, নূতন সম্রাটের দরবারে, ভারতে ইংরাজের অবধি-বাণিজ্য স্বত্ব সম্বন্ধে পূর্ব হইতে চেষ্টা করিতে ছিলেন। পিটু, কলিকাতার কোন্সিলকে বলিয়া পাঠান—“আপনারাও এই সময়ে আমাদের সহিত যোগদান করুন।” কিন্তু সেই সময়ে কলিকাতার কৰ্ত্তার মুর্শিদাবাদ ও রাজমহলে তাহাদের পথ পরিষ্কারের চেষ্টায় ব্যস্ত ছিলেন বলিয়া, পিটের সহায়তা করিতে পারেন নাই। ১৭০৯খ্ৰীষ্টাব্দের নবেম্বর মাসে শেরবলন্দ খ' শাসনকার্য হইতে অবসর গ্রহণ করেন। যুবরাজ ফরক্শিয়ার, আজিমওশ্বানের স্থলে বাঙ্গলার সুবাদার ও নবাব মুরশীদকুলী খাঁ, দেওয়ানরূপে পুনরায় নিযুক্ত হইলেন। কিন্তু মুরশীদকুলী খণর আগমনের পূৰ্ব্বে যিনি, অস্থায়ীভাবে দেওয়ানের কার্যা করিতেছিলেন, তিনি কোম্পানীর মালপত্র আটক করিয়া বলিয়। বসিলেন –“হাজার টাকা দাও, তাহা না হইলে আমি মালপত্র ছাড়িব না।” ইংরাজের মহা গোলযোগে পড়িলেন। শেরবলন্দ খণর উদর পূর্ণ করিবার জন্য অত গুলি টাকা মিছামিছি জলে গেল । তাহার উপর আবার এই বিপত্তি। ইংরাজের ইহাতে সম্পূর্ণরূপে আপত্তি করেন । কিন্তু তাহীদের সৌভাগ্যক্রমে, এই দেওয়ান, নগদী-সেনাদের হন্তে নিহত হইলেন । নগদীরা প্রাপ্য বেতনের জন্য তাহাকে আক্রমণ করিয়া হত্যা করিল। ইহার ফলে ইংরাজেরা ১৭১০ খৃঃ অন্ধের শেষভাগ পর্যন্ত নিৰ্ব্বিবাদে বঙ্গের বাণিজ্য কার্য চালাইতে সমর্থ হইয়াছিলেন। আজিমওশ্বান, প্রথম হইতেই মুরশীদকুলীর উপর সন্তুষ্ট ছিলেন না। তাহার উদাহরণও পাঠক পূৰ্ব্বে দেখিতে পাইয়াছেন। তখন তিনি বাদসাহ পুত্র । তাছার পিতা সাহ-আলম, বাহাদুর সাহ উপাধি ধারণ করিয়া, দিল্লীর সংহাসনে উপবিষ্ট । তিনি ভাবিলেন, মুরশীদকুলীর মত একজন সুদক্ষ 鬱》 S BBBBB BB BBBS BB BBBS BBBSBBB BBBS BBBBBBS BBBB BBB কলিকাতায় আগমন করেন। ইংরাজেরা উহাকে মহাসমারোহে সম্বন্ধনা করিয়া সহস্ৰমুত্র। শূল্যের প্রবাদি উপহার দেন । “Waly-Beg the Superintendent of the King's Treasury who had been most useful to Mr. Pattle in helping to get the order, was graciously pleased to visit Calcutta at the end of September, wher he was received very civilly and had a present of one thousand rupees value made him. Vide.--Summary of Consultations—338.