পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । Y} হইয়াছে। উক্ত তন্ত্র মতে কিলকিলাদেশে নবদ্বীপ_নগরে ব্রাহ্মণবংশে শচীস্থত (চৈতন্যদেব ) এবং খড়গদ গ্রামে,_হাড়াই পণ্ডিতের ঘরে নিত্যানন্দ জন্ম গ্রহণ করিবেন।” * .” “দিগ্বিজয়-প্রকাশ” হইতে আমরা জানিতে পারি, মহারাজ প্রতাপাদিত্যের আমলে—খড়া-দাহ (খড়দ ) মাহেশ, হরিপাল, সিঙ্গুর, ত্ৰিবেণী, চাকদা, ডুমুরদা, সপ্তগ্রাম, জগদ্বল, শিবপুর, বালী, ভদ্ৰেশ্বর, শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, খলসানি, গোবিন্দপুর, ভাটপাড়া, শিয়ালদহ প্রভৃতি স্থান উল্লেখযোগ্য অবস্থায় ছিল । ইতিপূৰ্ব্বে আমরা যাহা কিছু বলিয়াছি—তাহ হইতে প্রমাণ হয়, যে সমুদ্রগর্ভ হইতেই কলিকাতার উৎপত্তি। পূৰ্ব্বোক্ত কিলকিলা প্রদেশের অধিকাংশ স্থান–বাদাভূমি ও সমুদ্র-গর্ভজাত ক্ষুদ্র-বৃহৎ দ্বীপাদি পূর্ণ ছিল । এখনও নবদ্বীপ, অগ্রদ্বীপ, সুখ-সাগর, চাকদহ, ডুমুরদহ, খড়দহ, আৰ্য্যদহ (আরিয়াদহ বা এ ড়েদা ) প্রভৃতি নাম হইতে প্রমাণ হয়, এ স্থানগুলি সমুদ্র বেষ্টিত খাড়ী, নদীগর্ভ বা জলাভূমি হইতে ང་ཅིནཱ་ཙ ། পণ্ডিতপ্রবর ফরগুসান সাহেব বলেন—“দহ’ শব্দটী—দ্বীপের অপভ্রংশ । বৰ্ত্তমান কালে, কলিকাতার ভূতত্ত্ব-সম্বন্ধে কয়েকট পরীক্ষণ হইয়া গিয়াছে। সে পরীক্ষাবু ফল হইতেও—প্রমাণ হয়, যে বৰ্ত্তমানকালের কলিকাতা ও তাহার সন্নিকটস্থ স্থানগুলি, বহুশতাৰী পূৰ্ব্বে সমুদ্রগর্ভে নিমজ্জিত ছিল।কহ কেহ বলেন--হিমাচলের ত্রিশ মাইল দক্ষিণে—সমুদ্রতরঙ্গ উখিত হইত। কালে, অগ্ন্যুৎপাতের ফলে—ভূমিখণ্ড উন্ধোখিত হইয়া, উত্তর বাঙ্গালার উৎপত্তি হইয়াছে। উত্তর বাঙ্গালার যে কোন স্থানের ভূমি খনন করিলেই, এখনও গন্ধক এবং জারিত ८ोश् (Vetrified Iron ) যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এইজন্য অনেক স্থানের মৃত্তিকা দেখিতে যেন, এক নম্বর সুরকীর মত লোহিতবর্ণ। এই লৌহে—উৎকৃষ্ট আসি প্রস্তুত হইত। “লৌহার্ণব গ্রন্থে" লিখিত আছে—“বঙ্গ-দেশজাত আসি তীক্ষ ও ছেদ-ভেদে পটু।” কুচবিহারের নিয়ে, প্রচুর পরিমাণে ঐরুপ লৌহ আছে। ইহা হইতে প্রমাণ হয়, অগ্ন্যুৎপাতে উৎপন্ন দ্বীপ সমূহের উপর, হিমালয় জাত নদী সমূহ

  • কবিরাম সে সমস্ত গ্রামের ও ভূভাগের নামোল্লেখ করিয়াছেন—তাহাদের অনেকগুলি পরিবর্তিত নাম লইয়া, এখনও বিরাজমান। উtহার উল্লিখিত রাজা ও রাজাগণের কোন ইতিহাসই পাওয়া যায় না। বল্লালী আমলুের “কালী-ক্ষেত্র" ও কবিরামের উল্লিখিড়কিলকিল SiB BBB BBBB BBBSBB Bu BBBB BBBBB BBB BBS DuAAAA