পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ని-- কলিকাতা,সেকালের ও একালের । প্রধান কানুনগো । ঠিক সময়ে দর্পনারায়ণ বাকিয়া দাড়াইলেন। তিনি জানিতেন, তাহার সহী না হইলে এই কাগজ-পত্র বাদসহ-সরকারে গ্রা হইবেন, এজষ্ঠ তিনি র্তাহার স্থায্য রুসুম বাদে, অতিরিক্ত তিনলক্ষ টাকা নবাবের নিকট দাবী করিয়া বসিলেন। তখন মুরশীদকুলীর অবস্থা এমন ছিল না, যে তিনি তাহার অধীনস্থ কানুনগোর এ আবদারটা রক্ষণ করিতে পারেন। বাদসহ-দরবার হইতে ফিরিয়া আসিয়া, তিনি একলক্ষ টাকা দিবার অঙ্গীকার করেন—কিন্তু তাহাতেও কোন ফল হইল না। কাজেই নবাব উপায়ান্তর না দেখিয়া, দ্বিতীয় কানুনগো জয়নারায়ণের সহ লইয়াই দাক্ষিণাত্যে যাত্রা করেন । পাঠক এই ঘটনা স্কুইতে বুঝিতে পারিবেন, সেকালের প্রধান-কানুনগো কিরূপ ক্ষমতাশালী ছিলেন। কিন্তু মুরশীদকুলী খা, দর্পনারায়ণের রূত এ অপমান ভুলিতে পারেন নাই। ভবিষ্যতে তিনি তহবিল তছরূপ প্রভৃতি দাবীতে দর্পনারায়ণকে কারারুদ্ধ করেন। কথিত আছে, কারাগারে অহোরাভাবে তাহার দেহত্যাগ হয় । নবাব মুরশীদকুলী খাঁর আমলে, হিন্দুগণ রাজ্যের প্রধান পদস্থমূহ লাভ করিয়াছিলেন। ভূপতি রায়, কিশোর রায়, দর্পনারায়ণ প্রভৃতি র্তাহার আমলে, উচ্চ রাজপদে রাজস্ব-বিভাগে নিয়োজিত ছিলেন। নাটোরের আদিপুরুষ রঘুনন্দনই তাহার আমলে প্রথম খালসা-দেওয়ান ও রার-রায়ান হন। এতদ্ভিন্ন দিঘাপুতিয়া রাজবংশের স্বপরিচিত দয়ারাম ও কৃষ্ণনগর রাজৰংশের রঘুরাম, তাছার আমলে রাষ্ট্র-বিভাগের কার্য্যে যথেষ্ট সহায়তা ঋরিয়া গিয়াছেন। মুরশীদকুলী খাঁর আমলে, সাবেক নবাবী জামলের বিচার প্রণালীর যথেষ্ট পরিবর্তন হয় । অঙ্গ -প্রত্যৰ্থীদের বিৰাদ মীমাংসার জন্য এবং রাজ্যে শান্তি স্থাপনের জন্য, তিনি মুরশীদাবাদে চারিট বিচার-বিভাগ ও এতদাধীন

  • Murshid Cooly Khan having fixed has residence at Mukksoodabad assembled there all the public officers of his department, and at the end of the year having made up his accounts in which was clearly exhibited the great increase he had made to the revenue of the provinces; prepared to set out for the Court in order personally to lay them before the Emperor. On presenting the papers however to file two Camoungoes whose counter-signature was reguisite for their being andited in the imperial exchequér one of them named Dherp Narain refused his signature unless bribed by a present of three lacs of rup:es. 纖

. . . . . . Stewart's History of Bengal. (Edition 1812.)