পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘8% o' কালকাতা সেকালের ও একালের । ক্ষরিয়া খাজনার টাকা আদায় করিতেন। এজন্য তাহাদিগকে পাইক বরকন্দাজ প্রভৃতি রাথিতে হইয়াছিল । তঁiহাদের এই ক্ষুদ্র জমীদারীর দস্তুর মত একটী সেরেস্ত ছিল। এই সেরেস্তার প্রধান-কৰ্ত্ত কলেক্টর। কলেক্টার সাহেবের অধীনে কতকগুলি কেরাণী ও গোমস্ত ( Rent-gatherer) ছিল। জমীদারীর রাজস্ব বৃদ্ধির সহিত ইহাদেরও সংখ্য বৃদ্ধি হয়। এই সমস্ত কালেক্টারির কৰ্ম্মচারীদের বেতন অতি কম ছিল। ভবিষ্যতে আমরা কালেক্টারির জমা খরচ উদ্ধত করিয়া দেখাইব, কত কম বেতনে তখন এই সব কৰ্ম্মচারীর কৰ্ম্মে নিযুক্ত হইত। কম বেতন পাইত বলিয়, ইহারা অসদুপায়ে বেনামীতে জমী জমা লইত। ১৭০৬ সালের জরীপের পর এইকথা প্রকাশ হইয় পড়ায়, কোম্পানী-বাহাদুর তাহাদের বেতন চারি টাকা বৃদ্ধি করিয়া দিয়াছিলেন । o কালেক্টর সাহেব কেবল পাট-কবুলতির দ্বারা জমি-বিলি করিতেন । এই পাট-কবুলতিতে জমীর পরিমাণ, খাজনার হার ও অন্যান্য প্রয়োজনীয় কথা সংক্ষেপে লিপিবদ্ধ থাকিত । ইংরাজী ও বাঙ্গালী উভয় ভাষাতেই এই পাট্টা লিখিত হইত। আমরা নিম্নে বহুকালের পুরাতন একখানি পাটার প্রতিলিপি দিতেছি। সেরাজের আক্রমণের পর, কলিকাতা ইংরাজের পুনরাধিকৃত হইলে, জমীদারের বা কালেক্টারের কাছারাও পুনঃ প্রতিষ্ঠিত হুইয়াছিল। সেই সময়ে নিম্নোদ্ধত পাট্ট থানি কোন প্রজাকে দেওয়া হয়। পাট্টার প্রতিলিপি এই— আসামী জমি জম; নম্বর সন ১১৬৫ সাল है३ ०१४४ ग्रांश তারিখ—২রা জাগুয়ারি ২১ এ পৌষ— বাজার কলিকাতা লক্ষীকান্তু সেটজী মহল পাচু বশীক ا ، هالاne/ج ذ প্রত্যেক পাটার একখানি ইংরাজী প্রতিলিপি থাঢ়িত । কারণ ইংরাজ কালেক্টার বাদাল জানিতেন না। উল্লিখিত পার্টার প্রতিলিপি (ইংরাজী) ७ई- . i. A pottah being granted unto Lokicanto Seat for 6 cottahs