পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়। F役を রূপে তিনি কেবল দেশীয়দের বিচার করিতেন। কিন্তু ১৭০৪ খৃঃ অব্দে কৌন্সিলের সদস্যগণ, তাহীদের স্বদলের মধ্যে তিনজনকে নিৰ্ব্বাচিত করিয়া একটা নূতন বিচার-তন্ত্রের প্রতিষ্ঠা করেন। তখন এইরূপ স্থির হয়, কৌসালের এই তিন জন সদস্য, প্রতি শনিবার প্রাতঃকালে নয় ঘটিকা হইতে দ্বাদশ ঘটিকা পৰ্য্যন্ত, বিচারকার্যা নিৰ্ব্বাহ করিবেন। কিন্তু এই ব্যবস্থা নিয়মিতরূপে চলে নাই। তবে ১৭৭৬ খৃঃ অব্দে র্তাহীদের একটী বিচার মন্তব্য হইতে জানিতে পরা যায়, যে বিচারকেরা কতকগুলি চোর ও হত্যাকারীর গণ্ডদেশে উত্তপ্ত লৌহের ছাকা দিয়া গঙ্গা-পার করিয়া দিতে আদেশ করিয়াছিলেন । সেই সময়ে অর্থাৎ নবাব মুরশীদকুলী খাঁর আমলে, সেই প্রাচীন কলিকাতায় মিউনিসিপ্যাল ও স্বাস্থ্যরক্ষার বন্দোবস্ত কিরূপ ছিল—এখন তাহাই একটু আলোচনা করা যাক । জব চার্ণক কলিকাতা প্রতিষ্ঠা করিয়৷ ১৬৯০খু: অব্দে এক আদেশ প্রচার করেন,-"কোম্পানীর দখলী যে সমস্ত পতিত-জমী আছে বা জঙ্গল আছে, তাহা কাটাইয়া ও পরিষ্কার করিয়া, যে কোন ব্যক্তি তাহার ইচ্ছা বা প্রয়োজনানুসারে যে কোনস্থানে ঘর-বাড়ী করিতে পরিবে।” ইহার ফলে অনেকে কলিকাতায় ঘর-বাড়ী নিৰ্ম্মাণ আরম্ভ করিল। পরবর্তীকালে অধিক পরিমাণে বাসিন্দা সংখ্যার বৃদ্ধির সচিত, নগরের স্বাস্থ্যরক্ষার জন্য কোনরূপ একটা বিশেষ বন্দোবস্ত আবশ্বকায় হইয়া পড়ে। ১৭০৪ খৃঃ অব্দে কেন্সিলের একটা আদেশ প্রচারিত হয়, তাহার মর্শ এই—“দেশীয় অধিবাসীদের অপরাধের দণ্ড স্বরূপ যে সমস্ত জরিমানা আদায় হইবে, সেই আর হইতে, সহরের মধ্যের ও মাশে-পাশের নর্দামা, থানা ও ডোবা সমূহ ভরাট করা যাইবে।” ইহাই কলিকাতার প্রথম নিউনিসিপ্যাল বন্দোবস্ত। কলিকাতায় পুলিস-সম্বন্ধে কিরূপ বন্দোবস্ত প্রথমে প্রচারিত হয়, তাহা আমরা পূৰ্ব্বে বলিয়াছি। যাহার সে সময়ে কলিকাতায় নূতন বসবাস করিতে আসিয়ছিল— গুহক দেখানে সেখানে জমী লইয়া ইচ্ছামত বাড়ী-ঘর নির্মাণ করিত। ১৭. দলের মার্চ মাসে, কৌন্সিলের একটা আদেশ হইতে জানিতে পারা যায়—"এরূপ বিশৃঙ্খলভাবে আর ঘর-বাড়ী নিৰ্মাণ করিতে দেওয়া হইবে না। এরূপ দেখা গিয়া ধে অনেকে ফোর্ট-উইলিয়ামের কর্তৃপক্ষীয়দের মতামত ন। নই, বাড়ীর চারিদিকে পাচিল তুলিয়াছে কিম্ব বাস্তুর মধ্যে পুষ্করিণী