পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায় । 8«ዓ হয় । ইহার পর ১৮১৭ সালে লটারি-কমিটি (Lottary Committee) স্থাপিত হয় । পরে অমর কলিকাতা মিউনিসিপ্যালিটীর সম্বন্ধে অনেক পুরাতন জ্ঞাতব্য কথা খলিব । ১৭৪৯ সালে দেখিতে পাই—নালা ও খাত-সমূহ কাটাইবার জন্য সামান্ত কয়েকট টাকা মঞ্জুর হইয়াছে। ১৭৫০ খ্ৰীঃ অব্দের কার্য্য-বিবরণী হইতে জানা যায়—“গঙ্গার স্রোতে, সুতালুটার বাজারের মালঘাট বা wharf টা ভাঙ্গিয়া গিয়াছে । এজন্স স্থানীয় জৰ্মীদার মিঃ এডওয়ার্ড আইলের উপর আদেশ হইল—যাহীদের মালপত্র এই ঘাটে উঠে, তাহীদের নিকট হইতে কিছু কিছু লইয়। এই মালঘাট নুতনভাবে তৈয়ারী করিতে হুইবে । মালঘাট-গুদামে যাহার যতটা জমীতে মাল আছে সেই অমুপাতে তাঙ্গর উপর অতিরিক্ত খাজনা আদায় করিতে হইবে।” ১৭৫২ খ্ৰীঃ অব্দের এক হুকুম তটতে জানিতে পারা যায়—“কোম্পানীর ব্যবহার্য্য ইটের-পাজ পোড়াইবার জন্য, কলিকাতার নিকটবর্তী একটী জঙ্গল কাটাইয়া • কাষ্ঠ-সঞ্চয় করিতে হইবে।” ১৭৫৩ খ্ৰীঃ আকো অর্থাৎ সরাজ কর্তৃক কুলিকাতা আক্রমণের তিন বৎসর পূর্কে, দেখিতে পাওয়া যায়, কোম্পানীর কলিকাতা-কেন্সিল, “বিলাতে পত্র লিপিতেছেন— “চারিদিকের নীলা-নর্দামা কাটাইয়া, নগরকে সম্পূর্ণ স্বাস্থ্যপূর্ণ করিবার জন্স, সম্প্রতি জৰ্মীদারকে আদেশ করা হইয়াছে।” ১৭৫৫ খ্ৰীঃ অন্ধে কোম্পানীর রেকর্ড হইতে জানা যায়—"লালদীঘিতে লোকে স্বান করে ও অশ্ব প্রভৃতির গাত্র-ধৌত করে এজন্য পুষ্করিণীর জল ক্রমশঃ খারাপ হইয়া যাইতেছে । এজন্য ইহা বন্ধ করিবার জন্য আদেশ প্রদান করা হউক "* ১৭৫৭ খৃঃ অব্দে কলিকাতায় ভয়ানক মহামারী উপস্থিত হয়। ইহাতে কলিকাতার স্বাস্থ্য অতি শোচনীয় হইয়া পড়ে। এই সময়ের কাগজপত্রে

  • Beverley's Report (1876. p 41. Tespatch to Court. ( Jany 27. 1750 ) and (August 1o 1750.) Unpublished Records (Long) Vol. 1. Despatch to Court (Jany 13, 1753 } Proceedings of the Court (Jany 13. 1753.) ஆ -

বে সকল ব্যবসায়ী জেট-ঘাটে মালপত্র আমদানী রপ্তানী করিত, তাহার এই বন্ধিতstrর ট্যর দিতে অস্বীকার করায়, কোম্পানী আদেশ দেন—তাহাদের মালের হিসাব গতে যে টক কোম্পানী নিকট পাওনা আছে, তাহা হইতে প্রত্যেকের অংশমত কাটিয়া লঙ্গয় জেট মেরামত হইব । 最 @切r