পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*86* কলিকাতা সেকালের ও একালের । দেখিতে পাওয়া যায়—মেজর কার্ণক, লর্ড ক্লাইবের নিকট কলিকাতার এই "অস্বাস্থ্যকর অবস্থা সম্বন্ধে অভিযোগ উপস্থিত করিয়াছেন । তঁহার মতে “ইংরাজ-সৈন্যগণকে সে সময়ে কলিকতা রাখা যুক্তিযুক্ত নহে।” কাজেই লর্ড ক্লাইব আদেশ করেন—“কলিকাভার বন্দরে জাহাজ হইতে কোন সেনাকেই নামান হুইবে না।” উক্ত বৎসরে আমরা দেখিতে পাই, অনেক টাকা হাউস-ট্যাক্সের বাবতে আদায় করিয়া, প্রাচীন কলিকাতার আভ্যন্তরিণ সৌন্দর্য্য বৃদ্ধি অর্থাৎ ঘর দ্বার নিৰ্ম্মাণ ও রাস্তাঘাট পরিষ্কার করার জম্ভ ব্যবস্থা করা হইতেছে * নিয়ে ১৭৯৬ খৃঃ অন্ধ হইতে ১৭৫৬ খ্ৰীঃ অঙ্গ অর্থাৎ সেরাজ যে বৎসর কলিকাতা আক্রমণ করেন, তাহার পূর্ব সময় পৰ্য্যস্ত, কলিকাতার ঘর-বাড়ী রাস্তাঘাট কিরূপ ছিল, তাহার একটা তালিকা এস্থলে প্রদত্ত হইল । ঘর বাড়ী Q) १९xग्न នុ៎ះ রাস্তু } গলি 臀 虽 露 बशङ | श्रीकी কঁচ 奖岁 怪 ● | gー| ぼx খৃঃ অদ 2 * * * 'ృNరిసెషి * \re to p ૨ ૨ 事 y* ኄ ፃ : ‰ : 8 • ه ش ఆ ! ఉచిరిe o 8 | ध्र- | * | २१ "> १8 २ లషిసెb છે ૨ છે >8 + 84 ו 5 || 48 || ט8 | ט\ל

̈» ግ¢❖ " చిన ఇమె 8* | >886 ● : || & || 8 || 》)

উল্লিখিত তালিকা হইতে পাঠকবর্গ দেখিতে পাইবেন—১৭০৬ সালে কলিকাতার মোটে দুইটা চলাচলের রাস্তা ছিল, দুইটা গলি ছিল ও ১৭টা পুষ্করিণী ছিল। ৮টা পাকা বাড়ী ও ৮ হাজার মেটে-বাড়ী ছিল । সম্ভবতঃ এই সমস্ত বাড়ীম্বর কলিকাতা, সুতানুটা, গোবিন্দপুর ও পার্শ্ববর্তী গ্রাম সমূহেই ছিল। কিন্তু এই তালিকার উপর বিশ্বাস স্থাপন করিলে দেখিতে পাওয়া যায়, ১৭৫৬ খৃঃ অঙ্গে অর্থাৎ নবাব সিরাজউদৌলার কলিকাতা আক্রমণ সময়ে, এই সহরে ৪৯৮টা পাকাবাড়ী, প্রায় সাড়ে চোঁদ

  • Proceedings of the Court (August 1775.) Beveritys Report p 42.