পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায় । 85や* বিছানাপত্র ও পোষাক পরিচ্ছদাদি জোগাইবার জন্য ত্রিশ টাকা বেতনে একজন ষ্টিউয়ার্ড নিযুক্ত করা হইল। এই ষ্টিউয়ার্ড, জালানী কাঠ ও তৈলের জন্ত স্বতন্ত্ৰ ভাত পাইবে না। (Con.—777) পাঠক এই দুইশত বৎসর পরে, প্রাসাদমালা-শোভিত বর্তমান জেনারেল হাসপাতালের ব্যবস্থার সঙ্গিত, দুইশত বৎসর পূর্বের এই সাধারণ চিকিৎসালয়ের ব্যবস্থাট একবার তুলনায় সমালোচনা করিয়া দেখুন। পারশী-লেখার খরচা । আমরা বাদমাচ ফরকশিয়ারকে যে পৃথিবীর ম্যাপখনি উপহার দিব সংকল্প করিয়াছি, তাছার মধ্যস্থিত নামগুলি পারদীতে লিখিবার জন্য মির্জা ইব্রাহিমকে নিযুক্ত করা হইয়াছি । সে একমাস পরিশ্রমের পর, তাহার এই কার্যাট শৰ্ম্ম করিয়াছে। এজন্য তাঙ্গার পারিশ্রমিক স্বরূপ-নগদ এক শত টাকা ও একশত টাকা মূল্যের বনাত দিবার আদেশ করা গেল। (Con.-811.) পৃথিবীর-ম্যাপ। বাদসান্ড ফুরকশিয়ারকে উপহার দিবার জন্ত—স্বৰ্ণরঞ্জিত ও বিবিধবর্ণে চিত্রিত সে ম্যাপখানি---মি: জন বরনেল কে চিত্রন করিবার জন্য দেওয়া চষ্ট্রয়ছিল-- তিমি তাত অতি সুন্দরন্ধপে শেষ করিয়াছেন , স্থানের নাম গুলি স্বর্ণ ও রৌপণক্ষরে পারশীতেই লেখা হইয়াছে। লেখা গুলি এত সুন্দর, যে আমরা আশা করি, মোগল বাদসহ--ম্যাপখানি দেখিয়া সন্তুষ্ট হইবেন । এই ম্যাপ প্রস্তুতের জন্ত বরনেল, সাহেব, যথেষ্ট পরিশ্রম করিয়াছেন। এজন্য আদেশ করা যাইতেছে—তিনি এই পরিশ্রমের জন্য নগদ দুইশত টাকা পুরস্কার পাইবেন। আর আমরা তাহীকে ইংলণ্ডে ফিরিয়া যাইবার অনুমতি দিতেছি । “কিং-উইলিয়াম" জাহাজে, তিনি বিনা ব্যয়ে বিলাতে সাইতে পরিবেন। (এই জাহাজের ভাড়া প্রতি ব্যক্তির জন্য ১২ পাউণ্ড বা ১৮০ টাকা ছিল । ) 墨》 ধরিতে গেলে, পৃথিবীর এই ম্যাপথানির জন্য কোম্পানীর চারিশত টাকা পরচ পড়িয়াছিল। ইংরাজী নাম থাকিলে বাদসাহ–বুরিতে পরিবেন। না—এইজন্য স্থানগুলির নাম, পারশীতে লিখিবার জন্য একজন এদেশীয় মুসলমান মির্জা ইব্রাহিমকে নিযুক্ত করা হয় । মির্জা ইব্রাহিম নামগুলি