পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b-8 কলিকাতা সেকালের ও একালের । পারশীতে লিখিয়া দিলে, বরনেল তাহ সোণ ও রূপার জলে যথাস্থানে সন্নিবেশিত করেন । এই ম্যাপ খামির চিত্রন-খরচা প্রায় পাচশত টীকা পড়িয়াছিল। (Con.— 827.) বাদসাহী ঘড়ী-মেরামত । আমরা মোগল-বাদসহিকে যে সমস্ত ঘড়ি উপহার দিব মনস্থ করিয়াছি, কলিকাতা হইতে অগিরা যাইবার এই সুদীর্ঘ পথে, সেগুলির কল খারাপ হইয়া যাইতে পারে, বা সেগুলি বন্ধ হইয়া যাইতে পারে । এইজন্য এই ঘড়ীগুলির মেরামতী ও হেপাজর্তী কার্য্যের জন্য, মিঃ গে-উড়কে নিযুক্ত করা হইল। গে-উড সাহেব, আগরায় উপস্থিত হইয়া ঘড়ীগুলিকে একবার উত্তমরূপে মেরামত করিয়া দিলে—উহা মোগল-বাদসহিকে উপহার দেওয়া হইবে । তিনি এই কার্য্যের জন্য মাসিক ৩০ টাকা বেতন পাইবেন । তাহাঁর আবশ্যকীয় জিনিস পত্রাদি খরিদ করিবার জন্য, আমরা তাহাকে পাচ মাসের বেতন অগ্নিম দিলাম । ( Con-834 ) সহকারী ডাক্তার-সাহেবের পাল্পী । কোম্পানীর সহকারী ডাক্তার . সাহেবকে, পদব্ৰজে নালাস্থানে রোগী দেখিতে হয় । সম্মুখেই প্রখর গ্রীষ্মকাল। তাতার পরেই বঙ্গদেশের বর্ষ। এইজন্য আদেশ করা যাইতেছে — সহকারী ডাক্তার-সাহেবের ব্যবহারের জন্য একখানি পান্ধী দেওয়া হউক । তিনি ৪ জন গোয়ালার ( পান্ধীবাহক ) বেতনরূপে, মাসিক আট টাকা সরকার হইতে পাইবেন । এখনকার সরকারী ডাক্তার সাহেবেরা, মোটর চড়িয়া সহরের নানাস্থানে চিকিৎসা করেন—কিন্তু পুরাকালের এই সরকারী ডাক্তার সাহেব, চারিট বেহার ও একখানি পান্ধী পাইয়াই চরিতার্থ হইয়াছিলেন। (Con—835) ঘনশ্বামের কৰ্ম্মচ্যুতি - বক্সী সাহেবের বেনিয়ান, ঘনশ্যাম বিশ্বাস-ঘাতকতা করায়, আমরা তাহার্কে পদচ্যুত করিলাম। ঘনশ্বামের স্থানে রামচাদ নিযুক্ত হইল । জনস্তুরাম এই কলিকাতা সহরের মধ্যে একজন—অবস্থাপন্ন ও সম্মানিত .ব্যক্তি। তিনি এই নবনিযুক্ত রামচাদের জামিন রহিলেন । (Con—839) পুরাতন রৌপ্য-বিক্রয়। কোম্পানীর কৰ্ম্মচারিগণের ব্যবহার্য্য, তিন খানি পুরাতন গান্ধীর