পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

бte o কলিকাতা সেকালের ও একালের । গুলি হইতে, পাঠক প্রাচীন কলিকাতা সম্বন্ধে অনেক নূতন তথ্য জানিতে পরিবেন। কালেক্টামীর পুরাতন সেরেস্তার মধ্যে, কলিকাতার ভূতপূৰ্ব্ব কালেক্টার ষ্টারণডেল সাহেব, ১৭৪৩ খ্ৰীঃ অব্দের ১৫৬১ নং এর একখানি পুরাতন পাট। দেখিয়াছিলেন। ঐ পাট্টার মিঃ জ্যাক্সন বলিয়া একজন কালেক্টারের সী আছে । t স্বনামখ্যাত হলওয়েল, প্রাচীন কলিকাতার ইংরাজ-জমীদারগণের মধ্যে একজন বিশেষ নামজাদা কালেক্টর । ষ্টারণডেলের মতে, হলওয়েল ১৭৫২ হইতে ১৭৫৬ অর্থাৎ সেরাজ কর্তৃক কলিকাতা আক্রমণের পূর্বকাল পর্য্যস্ত কলিকাতার জমীদার ছিলেন । তঁহীর আমলের পণটাবহী আজও বর্তমান । কোম্পানীর অনেক দরকারী কাগজপত্র ও পুরাতন সেরেস্তাবহী কলিকাতা দুর্গের মধ্যে ছিল । সেরাজ কর্তৃক কলিকাতা আক্রমণ সময়ে,এই সকল রেকর্ডের অনেক নষ্ট হইয়া যায়। এইজন্য অনেক পাট্রা-কবুলতির সম্বন্ধে রেজেস্ত্রী-বহীতে নম্বর পাইলেও তাঙ্গাদের প্রতিলিপি পাওয়া দুর্ঘট । ক্লাইব কর্তৃক কলিকাতা পুনরুদ্ধারের পর, কলেট সাহেব হলওয়েলের স্থানে নিযুক্ত হন । ১৭৫৮ খ্ৰীঃ অদ পর্যন্ত তিনি এই পদে প্রতিষ্ঠিত ছিলেন, ইহার পর উইলিয়াম ফ্রাঙ্কল্যাণ্ড সাহেব কালেক্টর নিযুক্ত হন। ফাল্যাও সাহেবের সময় কালেক্টরের পদবী পরিবর্তিত হইয়া “কালেক্টার জেনারেলে” দাড়ায় । "এই ফ্রাঙ্কল্যাও সাহেবই, সেরাজ কর্তৃক কলিকাতা আক্রমণের সময় তাহার বিপন্ন সঙ্গীদের পরিত্যাগ করিয়া “ডোডালী” জাহাজে উঠিয়া পলায়ন করেন । কিন্তু এই প্রকার ভীরুতা প্রকাশের জন্ত, তাহাকে কোনরূপ ক্ষতি সহা করিতে হয় নাই বা র্তাহার চাকরী যায় নাই । ইংরাজের কলিকাতা পুনরায় দখল করিলে, ইনি কালেক্টর পদে निमूङ नि ।* دہ--s এই ফ্রাঙ্কল্যাণ্ড সাহেবের আমলের অনেক ‘পাট্রা-কবুলতির নকল আজকালকার কালেক্টারী আফিসে বর্তমান। পাট্টা, বহিগুলির বাঙ্গালা ভাষায় নামকরণ হইয়াছিল। কারণ, এই ফ্রাঙ্কল্যাও সাহেবের আমলের পাট বহি হইতেই দেখা যায়—“ফিরিস্তি কাগজ পাট-নকল বহি

  • Sterndale's Report on Old Calcutta Collectorate. p. I7.

૬ 聽