পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। 6.82. এই কথা ভাস্কর কহিলা তা সভারে । শ্রদ্ধা পাইয়। তারা সব উর্জোগ করে। ঘটকপূর আনে কেহ করিয়া সম্মান। অসিএ প্রতিমা তারা করেন নিৰ্ম্মান ॥ এইরূপে কুমার প্রতিমা বানাইয়া । ভাস্করের ঠাই তারা গেল বিদায় হইয়। তারপর উপাদএ সামগ্ৰী আইল জত । ভার বাহান্ধিতে বোঝাএ কত শত ॥ ভাস্কর করিবে পূজা বলি দিবার তরে। ছাগ মহিষ আইসে কত হাজারে হাজারে ॥ এইমতে করে ভাস্কর পূজা আরম্ভন । এথা মীর হবিৰ বরগী লইয়া করিল গমন ॥ তবে বরগী ফরাসবন্দিতে পার হইয়া । রাতারাতি ফুটসকো উঠিলেন গিয়া ॥ দ্বিতীয় প্রহর রাইতে হড়বড়ি হুইল । ফুটসকে বরগি আইল নবাব মুনিল । তবে নবাব সাহেৰ নকিব পাঠাএ। দ্বিতীয় প্রহর রাইতে নকিব শীঘ্ৰ ধাএ ॥ নকিব অসিঞ। তবে বোলে বারবার । হুকুম নবাবের সোয়ারি করহ তৈয়ার ॥ এতেক কহিল জদি নকিব আসিয়া । তবে সব ঘোড়ায় জিন দিল চড়াইয়া । একে একে জমাদার লাগিল সাজিতে । ভঙ্কণ নাগার। কত লাগিল বাজিতে ॥ মুস্তাফ খ সমসের খ৷ দুই জমাদার। জার সঙ্গে যায় ঘোড়া বিস হাজার। রহম খ। করম খা দুইজনাতে জাএ। দশ হাজার ঘোড়া জার সঙ্গে ধাএ ॥ আতাউল্লা মিরজাফর * দুইজন সাজিল। পোনের হাজার ঘোড়া সঙ্গে চলিল ॥ * ইতিহাস প্রসিদ্ধ নবাব মীরজাফর। -