পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अठेन्निभं अशrीघ्रं । «se এত যদি নবাব বুলিলা তার তরে। জয়দি আহম্মদ খা বোলে নবাবেরে। জল কাদা শুকাইলে বরগীর হবে বল। চতুদিগে দুটিবে পোড়াবে সকল । ফৌজ পার কইরা দি নৌকায় করিয়া। রাতারাতি যেন বরগী মারে গিয়াঁ ॥ জয়ন্ত্ৰী আহম্মদ নবাব এই মনসুবা করে । .মির হবিব লইয়া কিছু সুন তার পরে ॥ বড় বড় কামান আইন খুইল থরে ধরে। হুগলি হইতে মুলুফ জানে তার পরে ॥ তবে গোলন্দাজে গোলা দাগিতে লাগিল । মোরচ ছেদিয়া গোলা ফৌজে পড়িল । জেই মাত্র গোল আইস ফোঁজে পইল । তখন নবাব সাহেবের অমনি পিছাইল ॥ গোল দাগিতে কামান গেল ফুইটা। মুলুফ ডুবিল - তলা তার ফাইটা। দস বিস লোক তার নিকটেতে ছিল । কামান ফটীয় দুই চাইর জন৷ মইল ॥ মুলুঙ্ক কামান যদি দুই তবে গেল । শুনিয়া মির হবিব তবে ভাবিতে লাগিল ॥ ফতে নাই নাই বলে বারে বারে। এতেক উঞ্জোগ করিলাম নারিলাম জিনিবারে। সূৰ্য্য অস্ত গেল সন্ধ্যা হইল তখন। এথা নবাব লইয়া কিছু স্বন বিবরণ। সম্বাদ লইয়া হরকার। আইল হাইট । কহিল নবাবে কামান গেল ফাইট ॥ এতেক শুনিয়া নবাবে হৈল বল । হুকুম করিলা ফৌজে আউগাউক সকল । Sloop—cott coil