পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾Ꮼ8 কলিকাতা সেকালের ও একালের সাহেব কলিকাতা আসা বন্ধ করিয়া দেন। সিরাজউদৌলার কলিকাতা আক্রমণের পর, তিনি কলিকাতার শাসনভার রাজা মাণিকচাদের উপর দিয়া যান। এই মাণিকচাদ হুগলীর ফৌজদার ছিলেন। কলিকাতা নবাবের দখলে আসিবার পর—ফৌজদার রাজা মাণিকচাদ-কয়েক মাস কাল ফৌজদারী-বালাখানার এই বাটতে আদালত করিয়া, দেশীয়দের মধ্যে মামলা-মোকদ্দমার বিচার করিয়াছিলেন।