পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯২ কলিকাতা সেকালের ও একালের । গবর্ণরের অনুমতি ব্যতীত, ঘোড়া ব্যবহার করিতে পারিবেন না। নিজের খরচায় বা দুই তিন জনে মিলিয়া বাগান-বাগিচা করিতে পরিবেন না। তৃতীয়—তাহার এমন কোনরূপ পরিচ্ছদ পরিতে পারিবেন না—যাহাতে বিলাসিত প্রকাশ হয়। ভদ্রলোকোচিত সাদাসিদে পরিচ্ছদই তাহীদের পক্ষে যথেষ্ট।” পাঠক ! আজিকালকার সিভিলিয়ানদের সহিত, সেকালের রাইটার—সিভিলিয়ানদের অবস্থার তুলনায় সমালোচনা করিয়া দেখিলে বুঝিতে পরিবেন—এই দুই শ্রেণীর কৰ্ম্মচারীর মধ্যে কালপরিবর্তনে অবস্থায় কত পার্থক্য ঘটিয়াছে।