পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SN9 কলিকাতা সেকালের ও একালের । কোষেও কলিকাতার টাকশালের টাকা গৃহীত হইবে । এই টাকার জন্ত কেহ কোনরূপ বাট বা কমিশন দাবী করিতে পরিবে না "* ( ১১ই চন্দ্র জেলহদ ৪র্থ বৎসর ) * গবর্ণর সাহেবের সফরের খরচ । সেকালের ইংরাজ গবর্ণরগণ কিভাবে বিদেশ যাত্রা করিতেন, তাহার জন্ত কিরূপ খরচপত্র হইত - তাহারও একটু আভাস দেওয়া প্রয়োজন। তখন রেলপথ ও ঘোড়া গাড়ীর পথ ছিল না, মোটর প্রভৃতিরও প্রচলন হয় নাই। এক নদীপথই দূরতর প্রদেশ যাত্রার প্রধান অবলম্বন। ক্লাইভের বিলাত গমনের পর, হেনরি ভানসিটার্ট সাহেব, বাঙ্গলায় কোম্পানীর অধিকার সমূহের গবর্ণর নিয়োজিত হন। এই গবর্ণর ভানসিটাট, একবার মুরশীদাবাদে নবাবদরবারে গিয়াছিলেন। সেই সময়ে তাহার শোভাযাত্রার জঙ্গ কিরূপ খরচ পত্র হইয়াছিল তাহার একটী তালিকা কোম্পানী বাহাদুরের পুরাতন সেরেস্তায় আছে। যাতায়াতে এক মাস ছয় দিন সময় লাগে । এ সময়ের মধ্যে যে খরচপত্র হইয়াছিল, আমরা নিয়ে তাহার একাংশের প্রতিলিপি প্রদান করিলাম। গবর্ণর সাহেবের নিজের ব্যবহার জন্ত ৩ খানি বজরা ভাড়া—প্রতিদিন ৩২ হিসাবে— ২১৬২ টাকা ২• খানি—৬ দাড় নৌকা – মাসিক ২৮ হিঃ– و ۹۹۷ف २२ » ° » » , ৩৬২ হিঃ– 8مو ، ه ه * रे » °* » » • ৪-২হিঃ– هوا به ۹ گ R „ 8 » » , ২৪১ হিঃ– * ԴՀ ,, মোট নৌকা ভাড়া— ২০১১ টাকা । নবাবের তৃত্যবর্গকে বক্সীস প্রদান— به ۱ ده هد নবাবের নজর (৪০ খানি সোণার-মোহর ও ৬৯টী সিঙ্ক টাকা ) ---> ---> .پاوه 8 ۹ مه " همه মুরশীদাবাদের উকীলকে খেলাৎ (পোষাক ) প্রদান ২৫৭২ . চাকরদিগের ভীতা ( ১৬৯ জনেয় ) ( ইছাদের মধ্যে চোবদার, পেয়াদা, মসালচী, সেটাবরদার, বরকন্দাজ মূলী, সরকার ও বেহারাগণও ছিল ) ... १२81० ०

  • Translation of the Nawab's Perwannah for the establishment of a Mint in Calcutta (Proceedings dated 25th November 1760.)