পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や>b- কলিকাতা সেকালের ও একালের । বগী কর্তৃক বৰ্দ্ধমান লুঠ।

  • আপনারা এস্থানের দুরবস্থার কথা বোধ হয় অবিদিত নহেন । তাহা হইলেও, আমি প্রতিশ্রুত সময়ের মধ্যে আপনাদের টাকা শোধ করিতে পারিব, এরূপ আশা করি। আমার বড়ই দুর্ভাগ্য, যে দুৰ্দ্ধাস্ত বগীগণ আমার দেশ জালাইয়া পোড়াইয়া ছারখার করিয়াছে—প্রজার যথাসৰ্ব্বস্ব লুঠ করিয়াছে। এই সমস্ত কারণেই কোম্পানীর প্রাপ্য টাকা বাকী পড়িয়াছে। আমার রাজ্যে পুনরায় মুখ সৌভাগ্যময় অবস্থা আনয়ন করিতে আমাকে বিশেষ কষ্টভোগ করিতে হইবে । দেশের দুরবস্থাই এখন আমার প্রধান চিন্তার কারণ।” (বৰ্দ্ধমানাধিপতি মহারাজ তিলকচাদের পত্র ) *

জগৎশেঠের র্কাধ-ভাঙ্গা ।

  • গত ২-এ মহরম, শনিবার সন্ধ্যা ছয় ঘটিকার সময়, আমি কোন নিমন্ত্রণ-ক্ষেত্র হইতে আহারাদি করিয়া ফিরিতেছিলাম। পথিমধ্যে সহসা পা পিছলাইয়া যাওয়ায় আমি পড়িয়া যাই । ইহার ফলে, আমার গ্রীবাসন্ধির অস্থি স্থানচ্যুত হইয়াছিল। ইহার দুই ঘণ্ট। পরে যন্ত্রণায় অধীর হইয়া আমি মুর্ভূিত হইয়া পড়ি। চিকিৎসা দ্বারা আমার রোগের কিছু উপশম হয়। এখন আমি অনেকটা ভাল আছি, কিন্তু স্বাভাবিক অবস্থার মত হস্তচালনা করিতে সমর্থ হই নাই । আপনারা আমার আহত স্থানে দিবার জন্য যে তৈল ও অন্যান্য ঔষধাদি পাঠাইয়াছিলেন, তাহা আপনাদের আস্তরিক সহানুভূতির পরিচয় । আপনারা যে ঔষধ গুলি পাঠাইয়া দিয়াছেন, ব্যবহার-বিধি না লিখিয়া দেওয়াতে এ পর্য্যস্ত তাহা ব্যবহার করিতে পারি নাই। অতএব অনুগ্রহ করিয়া ব্যবস্থাপত্র পাঠাইবেন। আমার হাতখানি একেবারে অকৰ্ম্মণ্য হইয়া পড়িয়াছিল। আপনাদের তৈল ব্যবহারে বিশেষ উপকার পাইয়াছি । ঔষধ, ব্যবস্থাপত্ৰ ও সেই সঙ্গে একজন ইংরাজ ডাক্তার আমার নিকটে যুত শীঘ্ৰ পারেন, পাঠাইয়া দিয়া উপকৃত করিবেন। যতদিন আমি বঁচিব, ততদিন আপনাদের কুতোপকার তুলিব না।”

“পুনশ্চ—গতকল্য হইতে ডাক্তার হাল্কক আমার ঔষধ দিতেছেন। আমি কেবল আপনাদের জাত কারণার্থে এই পত্র লিখিতেছি। আমি আশা করি, আপনার এ সম্বন্ধে ডাক্তার হান্‌কককে যথোপযুক্ত উপদেশ • Extract from a letter to Government in the Persian Department