পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায়। Ꮼb~Ᏹ বজবজ দুগত্যাগ। বহুকাল হইতে ঐতিহাসিক বজবজ-দুর্গ, কোম্পানীর দখলে ছিল। নবাব রাজউদ্দৌলার সময়ে ও তাহার পূর্ব হইতে “বজবজের কেল্লা” ইংরাজের কট প্রধান জাপ্রয়কেন্দ্র ছিল । লর্ড কর্ণওয়ালিসের আমলে, তাহার দেশে, বজবজ-দুর্গ পরিত্যক্ত হয়। এখানে যে সমস্ত কামান ও যুদ্ধের কু-সরঞ্চাম ছিল, তাহা গবর্ণর-জেনারেল বাহাদুরের আদেশে, নবনিৰ্ম্মিত ইমান ফোর্ট-উইলিয়ম দুর্গে স্থানান্তরিত হয়। এই সঙ্গে বজবজ-দুর্গ, চর ও তৎসংক্রান্ত বাড়ীঘরগুলি, বোর্ড অব রেভেনিউয়ের হস্তে দেওয়া । ( ৭-৩-১৭৯৩ ) । ইহার পরে ২৩এ মে ( ১৭৯৩) খৃঃ অব্দের নোটশ ষ্টতে জানিতে পারা যায়, “সাধারণকে জ্ঞাত করা যাইতেছে, যে আগামী ১০ই জুন (৩০এ জ্যৈষ্ঠ ১২০০ সাল ) ২৪ পরগণায় কালেক্টার লেবের কাছারীতে, অনারেবল ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর বজবজিয়ার সমস্ত বাড়ীঘর ও মালামাল আছে, তাহণ প্রকাশ্য-নীলামে বিক্রয় রা হইবে - এই সমস্ত বাউীঘর ও জিনিস-পত্র দেখাইবার জন্য জধজিয়াতে কোম্পানীর একজন কৰ্ম্মচারীকে রাখা হইয়াছে। সহরের পথে কুকুরের উৎপাত । "পুলিশ-কমিশনারগণ সাধারণকে জানাইতেছেন, কলিকাতা সহরের iাজপথে, কুকুরের উৎপাত বড় বেশী হইয়াছে। এজন্য স্ক্যাভেঞ্জারবিভাগের ভারপ্রাপ্ত কৰ্ম্মচারীকে আদেশ দেওয়া হইয়াছে—যে আগামী ২১শে মে হইতে ( ১৭৯৩ খৃঃ অব্দ ) জুন মাসের ১লা তারিখ পর্য্যস্ত, সঙ্গরের পথে যে সমস্ত কুকুর দেখিতে পাওয়া যাইবে, তাহাদিগকে ইত্যা করা যাইবে । প্রত্যেক মৃত কুকুরের জন্য, দুষ্ট আনা হিসাবে পুরস্কার দেওরা যাইবে । যাহাদের পোষা কুকুর আছে, তাহার। যেন ঐ—নির্দিষ্ট সময়ের মধ্যে র্তাহীদের কুকুরগুলিকে বাহিরে ছাড়িয়া ধা দেন । এই প্রথানুসারে এখনও Stray dog সম্বন্ধে নোটিস, পুলিস আসি *Is affs: gài Qio 1 (Police Notification May 21st–1793) পান্ধীর ভাড়া । বালেশ্বরবাসী উড়িয়া বেহারাদের সর্দায়-পরামাণিকদিগকে, জটিল্প ԵԿ