পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vუს-8 কলিকাতা সেকালের ও একালের । সুগ্ৰমকোর্টের জঙ্গরূপে অধিষ্ঠিত হইয়া, তিনি মূল পারসী ও জার ভাষা হইতে মুসলমান ধৰ্ম্মসম্বন্ধীয় আইনের মুম্নবিদা করেন। সংস্কৃত হইছে হিন্দু-দায়াধিকার ও অন্যান্য প্রয়োজনীয় বিধি-ব্যবস্থার সঙ্কলন করেন। যাহাতে হিন্দু ও মুসলমান অর্থী-প্রত্যৰ্থ, মোকদ্দমার বিচারকালে, তাহীদের জাতীয়-অাইন হইতে, যথারীতি সাহায্য পায়, তাহার সুবন্দোবস্ত করিতে তিনি কোনরূপ ক্রটি করেন নাই। এই জন্য তিনি হিন্দুর প্রধান ধৰ্ম্মশা “মনুসংহিতা” ও মুসলমানের দায়াধিকার তত্ত্বসম্বন্ধীয় পুস্তক “সীরাজিয়া" “জেইদ” প্রভৃতি আরবী-গ্ৰন্থ অধ্যয়ন করেন। স্যর উইলিয়াম জোন্সের গুণ-গরিমা, পণ্ডিত্য সম্বন্ধে, অনেক কথাই গবর্ণর জেনারেল সার জন শের বলিয়া গিয়াছেন। তাহার সবিস্তার অনুবাদ দিতে গেলে, আট দশটী পৃষ্ঠা হষ্টয়া পড়ে। পরিতে গেলে, র্তাহার নায় অদ্বিতীয় পণ্ডিত-ইংরাজ, এদেশে খুব কম আসিয়াছিলেন। সার উইলিয়াম জোন্স, বহু বিষয় সম্বন্ধে, যে সমস্ত গ্রন্থ ইংরাজীতে অতুবাদ বা রচনা করিয়া ছিলেন, আমরা গবর্ণর জেনারেল বাহাদুরের বর্ণিত তালিকা হইতে তাছ নিয়ে উদ্ধত করিতেছি। ইঙ্গ চইতেই পাঠক, তাহার অদ্বিতীয় মনীষার ও গবেষণার পরিচয় পাইবেন । ( ভারতবর্ষ সম্বন্ধে) । (১) ভারতের পুরাতন ভূগোল (পুরাণাদি হইতে )। (২) ভারতীয় নানাবিধ, গাছগাছড়া ও ভৈষজ্য সম্বন্ধে, উদ্ভিদ-বিজ্ঞান। (নানা কোষ হইতে সংগুলীত )। (৩) পাণিনি ব্যাকরণের সার মৰ্ম্মাতুবাদ। ( s ) ৩২ খানি অভিধান ও নিরুক্ত হইতে সঙ্কলিত-সংস্কৃত ভাষা ভিধান বা শব্দকোষ । ( ৫ ) প্রাচীন হিন্দু-সঙ্গীত শাস্ত্র। - (৬) ভারতীয় ভৈষজ্য-বিজ্ঞান আয়ুৰ্ব্বেদ ও দ্রব্যগুণাভিধান। (৭) ভারতের পুরাকালের বিজ্ঞান ও দর্শনাদির স্থল মৰ্ম্ম । (৮) বেদের অতুবাদ । r & ( ৯ ) প্রাচীন হিন্দুদিগের জ্যামিতি, বীজগণিত ও জ্যোতিষশাস্ত্র । (১০) পুরাণ সমূহের অনুবাদ। (১১) মহাভারত ও রামায়ণের অনুবাদ।