পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায়। লর্ড কর্ণওয়ালিসের বঙ্গদেশে আগমন—লাট-কৌন্সিলে তঁtহার একাধিপত্য, সেকালের লাট-সাহেবদের দৈনিক জীবন–ওল্ড কোর্ট-হাউসের ধ্বংশসাধন, সদর দেওয়ানী আদালত—দশ-শাল বন্দোবস্তু-টিপু সুলতানের সহিত যুদ্ধে কর্ণওয়ালিসের জয়লাভ—কর্ণওয়ালিসের আমলে কলিকাতার উন্নতি—লর্ড ওয়েলেসলির আমল—তাহার আমলে কলিকাতা-সহরের সৌষ্ঠব বুদ্ধি–বর্তমান লাট-প্রাসাদে প্রথম বল ও দরবার-লীবামপুরের মিশনরীগণ-মার্শম্যান ওয়ার্ড ও ক্যারি—বাঙ্গালীর মধ্যে ইংরাজী-শিক্ষার প্রথম বাবস্থা-বাঙ্গাল৷ ভাষায় প্রথম অক্ষর নিৰ্ম্মাণ ও ছাপাখানা স্থাপন—কৃত্তিবাসী রামায়ণ ও কাশীদাসী মহাভারতের প্রথম মুদ্রাঙ্কণ-ফোর্ট উইলিয়াম কলেজ—মৃত্যুঞ্জয় । বিদ্যালঙ্কার—গঙ্গাসাগরে পুত্র-কন্যা ভাসাইয় দেওয়ার প্রথা রহিত হওয়— কলিকাতায় তৎকালীন জন-সংখ্যা—আইন আদালতের কথা—সুপ্রীমকোর্টের প্রথম চিফ জষ্টিস সার ইলাইজা ইম্পি সম্বন্ধে নানাকথা—ইম্পির কৰ্ম্ম হইতে অবসর গ্রহণ ও অভিনন্দন ব্যাপার—সুপ্রীমকোর্টের জজ স্যর রবাট চেম্বাসম্যাডাম গ্রাণ্ডের মোকদ্দমা—সার উইলিয়ম জোন্স—১৭৭৪ খঃ অদ হইতে ১৮৫৯ খৃঃ অন্ধ পর্যান্ত সুপ্রীমকোর্টের চিফ-জষ্টিস ও পিউনি জজগণের নামের তালিকা ও কাৰ্য্যকাল—সেকালের ব্যারিষ্টারের ফি—সেকালের সুপ্রীমকোর্টের দও ব্যবস্থা—চুরী,ডাকাতি ও রাহাজানি, মিথ্য সাক্ষী প্রভৃতি সম্বন্ধে মোকদ্দমার বিচার ও দণ্ডের নমুন—সেকালের ফাসী দিবার ব্যবস্থা—সেকালের ইংরাজি সংবাদ পত্রাদি—সেকালের বাঙ্গাল সংবাদপত্রের তালিকা (১৮১৬ খৃঃ অন্ধ হইতে ১৮৫২ খ অন্স পর্যাস্ত )—সেকালের প্রকাশিত বহুমূল্য ইংরাজী পুস্তক— প্রথম বাঙ্গালী সংবাদ পত্র—সমাচার দর্পণ, চন্ত্রিক ও কৌমুদী-রাজ। রামমোহন রায়ের ব্রাহ্মণ-পত্রিকা—বঙ্গদূত-বাঙ্গাল দেশে ছাপার অক্ষরে প্রথম পঞ্জিক প্রচার-অগ্র দ্বীপের ছাপাখানা-লটারি কমিটি-লটারি-কমিটির সহায়তায় কলিকাতার সৌন্দর্যাবৃদ্ধি-বঙ্গদেশে প্রথম ষ্টীমার-সার্ভিস —হুগলি নদীতে প্রথম ষ্টীমার চলাচল—কাশী পর্যাস্ত—ষ্টীমার যোগে যাতায়াত— খিদিরপুর গবর্ণমেণ্ট ডক-ইয়ার্ড—লর্ড বেণ্টিঙ্কের আমলে—জলপথে ঈমার চালাইবার জনা নানাবিধ বন্দোবস্থ ! & প্রাচীন কলিকাতার ক্রমোন্নতি ও আয়তন বিস্তার। (লর্ড কর্ণওয়ালিসের আমল হইতে লর্ড ওয়েলেসলির আমল পৰ্য্যন্ত।) ওয়ারেণ, হেষ্টিংসের পর, লর্ড কর্ণওয়ালিস ভারতবর্ষের ইংরাজাধিকার সমূহের দ্বিতীয় গবর্নর-জেনারেল রূপে এদেশে আসেন। ১৭৮৬ খ্ৰী