পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। 3》 কাদা হইত বলিয়া, এই পথটা অতি দুর্গম ছিল। ১৭৮৪ হইতে ১৭৮৮ খ্ৰীঃ অদের মধ্যে এই কসাইটোলা পল্লীতে অনেক ফিরিঙ্গি ও ইংরাজ-ব্যবসায়ী দোকান খুলিয়া কারবার আরম্ভ করিয়াছিলেন। এই পল্লীতে সেকালের “টেম্হোমের-ট্যাভাৰ্ণ” জন পায়ারের—অণ্ডার-টেকারের কারখানা, গড়ীওয়াল। মিঃ অলিফ্যান্টের ইউনিয়ান টাভাৰ্ণ, মিঃ মেকিননের ইংরাজী স্কুল প্রভৃতি স্থাপিত হইয়াছিল। আজকাল যে বাড়ীতে, লোয়েলীন কোং'র কার্য্যালয়—সেই বাড়ীতে কয়েক বৎসরের জন্ত, অতি পুরাকালে অস্থায়ী গবর্ণমেণ্ট-হাউস স্থাপিত হইয়াছিল । এখনও এই বাড়ীর মধ্যে সেকালের থোনরূম ও কৌন্সিল-চেম্বাররূপে ব্যবহৃত, পুরাকালের কামরাগুলি এখনও বর্তমান। এই পথের আশেপাশের পল্লীতে, যে সমস্ত গলিগুলি আঞ্জ ও দেখিতে পাওয়া যায়, তাহীদের নামের কোন পরিবর্তন হয় নাই। সেই পুরাকালের নামই আজ পর্য্যন্ত চলিয়া আসিতেছে। উদাহরণ স্বরূপ—গ্রান্টস্লেন, মেরিডিথ স-লেন, ওয়েষ্টন্‌-ট্রীট, জিগ জ্যাগ-লেন, ইমাম-বাড়ী-লেন, মুটারকিন্স-লেন, চাদনী-চক, ম্যাঙ্গো-লেন, ডেকাস-লেন, ক্রুকেড-লেন, ফ্যালিলেন, লারকিন্স-লেন প্রভৃতির নামোল্লেখ করা যাইতে পারে। কেবলমাত্র সেকালের “রাণীমুস্টগলির” নামটা ব্রিটিশ-ইণ্ডিস্থান-স্ত্রীটে পরিবর্তি হইয়াছে। - গ্রান্টসূ-লেন। গ্রন্টস-লেনটী অতি পুরাতন । বেণ্টিঙ্ক-ষ্ট্রীট হইতে এই গলি আরম্ভ হইয়াছে। ১৭৮৪ খ্ৰীঃ অব্দের ম্যাপ হইতে দেখিতে পাওয়া যায়, তখন যাত্র কয়েক ঘর ইংরাজ এই গলির মধ্যে প্রথম বসবাস করিতে আরম্ভ: করিয়াছেন। চলিল গ্রান্টের নামানুসারে, এই গলির নামকরণ হইয়াছে। এই গ্রান্ট সাহেব, কোম্পানীর অধীনে একজন সিভিলিয়ান বা রাইটার ছিলেন । তিনি একজন খাটি খ্ৰীষ্টান ছিলেন। ১৭৯৪ খ্ৰীঃ অক্ষে, তিনি কোম্পানির কার্য্য হইতে অবসর লয়েন। ওয়ারেণ হেষ্টিংসের গবর্ণর হুইবার পূৰ্ব্বে, তিমি কোম্পানীর কার্ধ্যে প্রবেশ করেন। ভবিষ্যতে বিলাতে গিয়া, ইনি প্রথমে ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর একজন ডাইরেক্টার ও পরে চেয়ারম্যান পর্য্যস্ত হইয়াছিলেন । ( ১৮০৮ খৃষ্ট ) মিশন-রোর পুরাতন গির্জা, বাহা পাদরী জন কারণওীরের স্থাপিত,-সেই ভজনালয়েই তিনি "গঙ্গা"