পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। ፃፃ¢ এদেশ হইতে চলিয়। যাইবার সময়—উয়েষ্টনকে দুই হাজার টাকা পুরস্কার এবং আরও পাচ হাজার টাকা ঋণ স্বরূপে দেন। এই টাকা মূলধন করিয়া, নিজের প্রতিভা ও বুদ্ধিবলে, ওয়েষ্টন সাহেব এক এজেন্সির কারবার খেলেন। ১৭৯১ খৃঃ অব্দের লটারিতে, টেরিটিবাজার বিক্রয় হইয়া বায়। ওয়েষ্টনের ভাগ্যে এই বাজার পড়ে। এই বাজারের আয় হইতে, ' তিনি জীবনযাত্রা নিৰ্ব্বাহ করিতেন। আর হলওয়েল প্রদত্ত মূলধন, স্বদে থাটাইয়া, যথেষ্টরূপে বৃদ্ধি করিয়া, তাহা দাতব্য-কার্য্যে ব্যয় করিতেন। সেন্টজন গির্জায় এই দয়ালু ওয়েষ্টন সাহেবের একখানি তৈলচিত্র আজও সুরক্ষিত। এরূপ প্রবাদ অাছে, যে ওয়েষ্টন সাহেব তাহার টুচুড়ার বাগান বাটাতে গিয়া, প্রতি রবিবারে এদেশীয় দরিদ্রদের মধ্যে অর্থাদি বিতরণ করিতেন। এই ওয়েষ্ট্রন-স্ট্রীট বর্তমানে ফিরিঙ্গি-কোয়াটার । বৰ্ত্তমান ওয়েষ্টন ইটের প্রান্তভাগে, কাপালিটোলার এলেকায়, বগুড়ার নবাব আবদস, সোভান চৌধুরী সাহেবের প্রাসাদতুল্য অট্টালিকা বৰ্ত্তমান। এই নবাৰপ্রাসাদের পার্থে, ধনবাড়ীর সুপ্রসিদ্ধ জমীদার ও বঙ্গদেশের লাটকেন্সিলের অন্যতম সদস্য, নবাব সৈয়দ নবাব আলি চৌধুরী সাহেবের প্রাসাদতুল্য বাটী। ইছারা বর্তমান শিক্ষিত মুসলমান সমাজের নেতা ও অধিনায়ক । নবাব নওয়াব আলি সাহেব একজন বঙ্গসাহিত্যসেবী। ইষ্কার প্রণীত কয়েকখানি ধৰ্ম্মগ্রন্থ, মুসলমান সমাজে বিশেষ সমাদৃত। এস্প্লানেড-রো । লাট-সাহেবের বাড়ীর অর্থাৎ বর্তমান গবর্ণমেণ্ট হাউসের নিকট, ৰে প্রশস্ত পথ, সরাসর ধৰ্ম্মতলায় আসিয়া মিশিয়াছে, তাহ “এসপ্লানেড রো" নামে পরিচিত। ওয়ারেণ-হেষ্টিংসের আমলে, এই পথ বর্তমান গবর্ণমেণ্ট-হাউস-কম্পাউণ্ডের উপর দিয়া, বরাবর ইডেন-গার্ডেন ও চাদপাল-ঘাট পর্যাম্ভ বিস্তৃত ছিল । লর্ড ওয়েলেসলির সময়ে, বৰ্ত্তমান লাট-প্রাসাদ নিৰ্ম্মিত হয়। এখন এই লাট-প্রাসাদ, এলপ্লানেড-রোর দীর্ঘত ও প্রশস্তভাব কমাইয়া দিয়াছে। হেষ্টিংসের আমলে, ইডেন-গার্ডন ও বর্তমান লাট-প্রাসাদের অস্তিত্ব মাত্র ছিল না। এজন্য এই এসপ্লানেড, পথটা চাদপাল ঘাট পর্য্যস্ত সরাসরভাবে বিস্তৃত ছিল। জনপ্রবাদ ওয়ারেণ—হেক্টংস, ধনং এসপ্লানেড রোডের একটা বাটিতে থাকিতেন। ইহাই তাহার