পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

boo R কলিকাতা সেকালের ও একালের । সন্দেহই নাই। যে পথটা আজকাল গ্রে-স্ট্রীট নামে পরিচিত ও གནུ། সার্কিউলার রোডে গিয়া মিশিয়াছে, এইরূপ প্রবাদ, যে এই সুদীর্ঘ পথটী মহারাজ নবকৃষ্ণের ব্যয়েই নিৰ্ম্মিত । এখন আর একটী তদপেক্ষা কম প্রশস্ত পথ “মহারাজা নবকৃষ্ণের স্ট্রট” বলিয়া সাধারণে পরিচিত। মহারাজ নবকৃষ্ণের পুত্রদ্বয় রাজা রাজকৃষ্ণ ও রাজা গোপীকৃষ্ণের নামেও দুইটী লেন এখনও বর্তমান। শোভাবাজার রাজবাটী প্রসঙ্গে পাঠক মহারাজার সম্বন্ধে আরও অনেক কথা জানিতে পরিবেন । রাজা রাজবল্লভ ষ্ট্রীট। নবাবী-আমলে রাজা রাজবল্লভ, ঢাকার ডেপুটী-গৰৰ্ণর ছিলেন। কি জন্য র্তাহার সহিত নবাব সেরাজউদ্দৌলার মনোমালিন্ত ঘটে, উহার পুত্র কৃষ্ণদাস, ইংরাজ-গবর্ণর ড্রেকের আশ্রয় লাভ করিবার জন্ম কলিকাতায় আসেন, আর এই ব্যাপার লইয়া, নবাবের সহিত ইংরাজদের মনোমালিন্ত ঘটে ও নবাব ইংরাজদের উপর ক্রুদ্ধ হইয়া কলিকাতা আক্রমণ করেন, সে সব কথা এ স্থলে পুনরুল্লেখ করিতে গেলে পুথি বাড়িয়া যায়।* ইতিহাস-প্রসিদ্ধ এই রাজা রাজবল্লভ হইতেই এই পথের নামকরণ হইয়াছে । বাগবাজার-স্ট্রীট। বাগবাজার কলিকাতার মধ্যে অতি পুরাতন স্থান । বহুকাল হইতেই এ অঞ্চলে—অনেক বাঙ্গালী ভদ্রলোক বাস করিয়া আসিতেছেন। বাগবাজার-ঘাট হইতে বাগবাজার স্ত্রীটের আরম্ভ। আগে এই ঘাট—রঘুমিত্রের ঘাট বলিয়া পরিচিত ছিল। রঘুমিত্র,—হলওয়েলের আমলের নামজাদ ব্ল্যাক-জমীদার, গোবিন্দরাম মিত্রের পুত্র। বাগবাজারের নামের সহিত—“বাঘের” কোন সংস্রব নাই। আগে এখানকার জঙ্গলে যে বাঘ বাস করিত, আর সেই জন্যই ইহার এইরূপ নামকরণ হইয়াছে—তাহ নয়। “বাগ” অর্থাৎ বাগান হইতে, সম্ভবতঃ এই নামোৎপত্তি। এই স্থানে পলাশী-যুদ্ধের পূৰ্ব্বে পেরিনূসগার্ডেন” বলিং

  • র্যাহার সেরাজের সহিত কি কারণে ইংরাজদের মনোমালিন্য ঘটে, তাহার সবিস্তার বৃত্তাপ্ত জানিতে চান—উাহার। মিঃ ছিলের Bengal in 1985–8? নামধেয় তিন ভবন গ্রন্থগুলি পাঠ করিবেন। ইংরাজী অনভিজ্ঞ পাঠক, কালীপ্রসন্ন স্বাবুর বাঙ্গালার ইতিহাস • জক্ষয়ৰাবুর সেরাজউদৌলা ও নিখিলৰাবুর মুরশীদাবাদ-কাহিনী পাঠ করুন।