পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায় । b->a তি পাঠ করিতেন। কৃষ্ণদাসের বাল্য জীবন অতি কষ্টে কাটিয়াছিল। কিন্তু তিনি ভগবদত্ত প্রতিভাবলে, আত্ম-নির্ভরতার শক্তিতে একজন, সৰ্ব্বজনজনিত লোক হইয়াছিলেন। হিন্দু-পেটিয়ট সম্পাদন, ব্রিটীশ-ইণ্ডিয়ান বা ভারতীয় জমীদার-সভার সম্পাদকতা, লাট-কৌন্সিলের মন্ত্রীত্ব প্রভৃতি কার্য্যে প্লীহার জীবনের শ্রেষ্ঠভাগ ব্যয়িত হয় । মিউনিসিপ্যাল কমিশনাররূপে, তিনি করদাতাগণের একজন নিঃস্বার্থ পৃষ্ঠপোষক ছিলেন। বড়ই মুখের কথা—এই উপযুক্ত পিতার উপযুক্ত সস্তান, অনারেবল রাধাচরণ পালও, মিউনিসিপ্যালিটীর গণনীয় কমিশনাররূপে ও লাট-কৌন্সিলের সদস্যরূপে পিতৃ-পদাঙ্কাকুসরণে, বিবিধ লোক হিতকর কার্য্য করিতেছেন । রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, লাট-কৌন্সিলের সদস্যপদে নিযুক্ত থাকিয়া, স্বদেশবাসীর যথেষ্ট হিতসাধন করিয়া গিয়াছেন। জমীদার-সভার সম্পাদক হইয়া, তিনি যে জীবনব্যাপী পরিশ্রম করিয়াছিলেন, তাহার পুরস্কারস্বরূপ, বঙ্গীয় জমাদার-সভা, তাহার এক শ্বেত-প্রস্তরময় মূৰ্ত্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন । এই মূৰ্ত্তি, এখন হ্যারিসন-রোড ও কলেজ-স্ট্রীটের সঙ্গমস্থলে প্রতিষ্ঠিত থাকিয়া, রাজপথবাহী –পান্থগণের নিকট, তাহার স্বতি উজ্জ্বল করিয়া রাথিয়াছে। বৰ্ত্তমান কৃষ্ণদাস পালের স্ত্রীটেই, তাহার বাসভবন ছিল । র্তাহার উপযুক্ত পুত্র, রাধাচরণ বাৰু, পৈতৃক বাসস্থানটী আজকাল নূতন ধরণে নিৰ্মাণ করিয়াছেন। মথুর-সেনস্ গার্ডেন লেন । মথুর-সেনের পিতার নাম জয়মণি সেন । তেজীরতি ও ব্যাঙ্কিং কারবারে, মথুরসেন প্রচুর বিত্ত-সঞ্চয় করেন। তাহার চারি ফটকওয়াল বাট, এখনও ধ্বংশাবস্থাতে র্তাহার অতীত ঐশ্বর্য্যেরকীৰ্ত্তি প্রকাশ করিতেছে। কালের বিচিন্ত্রগতিতে, র্তাহার কারুকার্য্যময় বৈঠকখানা গৃহে, এখন কাবুলীর ভাড়াটীয়ারূপে বাস করিতেছে। সেনজার এই প্রাসাদতুল্য বাটটি, বর্তমানে নানাভাগে বিভক্ত করিয়া ভাড়া দেওয়া ইয়াছে। মধুর সেনের বাটার ফটক, লাটসাহেবের বাটার অন্থকরণে নির্মিত। আজও পৰ্য্যন্ত নিমতলাঘাট ষ্ট্রীটের উপর এ ফটক বর্তমান । হৈার নিকটেই মধুর-সেনের ফুলবাগান ও ঠাকুরবাট বর্তমান ছিল। এখনও সেই ঠাকুরবাটা ও ফুলবাগানের অধিকৃত স্থান—ৰে-মেরামত অবস্থায় *éमोन । मधूबटनन बौवकलांब यहूद्र बिख-गकब्र कब्रिटणe, शृङ्कांद्रण গার বংশধরদের জন্য বিশেষ কিছু রাখিয়া যান নাই।