পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। । bo$ আর এক ভগ্নী ছিলেন, তাহার নাম, অরু। তরু ও অক্ষ উভয় ভগ্নীই পিতামাতার সহিত বিদ্যাশিক্ষার্থে ইংলণ্ডে গমন করেন। তৎপরে তরু, ফ্রাঙ্গে যান। - ইংরাজি ও ফরাসী ভাষায় উত্তমরূপে শিক্ষা লাভ করিয়া, ১৮৭৩ খ্ৰীঃ আৰো মিস তরু দত্ত বঙ্গদেশে ফিরিয়া আসেন। এদেশে জাসিয়া তিনি সংস্কৃত শিক্ষা করেন। তরু দত্ত অনেক ফরাসী-কবিতা ইংরাজীভাষায় অনুদিত করিয়াছিলেন। ১৮৭৬ খ্ৰীষ্টাব্দে A sheaf gleaned from the French Fields an foot, डिनि এই খণ্ড কবিতাগুলি श्रृंखकांकांटब्र প্রকাশ করেন। গোবিন্দ দত্ত মহাশয় খৃষ্টধৰ্ম্মাবলম্বী ছিলেন। তরু ও অরু উভয়েই অবিবাহিতা ছিলেন। ইংলণ্ড ও ফরাসী-মুলুকে, তরু কিছু বেণী পরিচিত। তাহার রচিত একখানি ফরাসী-ভাষার উপন্যাসও ছিল । তরুর উদাম প্রতিভা-বিকাশ অতি অল্প বয়সেই হয়। তরু আরও কিছুদিন বাচিয়া থাকিলে, তাহার নাম হয়তঃ ইংরাজী ও ফরাসী সাহিত্যে চির- . বিরাজিত থাকিত। উভয় ভগ্নীই যক্ষারোগে প্রাণত্যাগ করেন। অনাথদেবের লেন ও অনাথবাবুর-বাজার লেন । অনাথনাথ দেব মহাশয়, সুবিখ্যাত রামদুলাল দে বা দুলাল-সরকারের পৌত্র। রামদুলালের দুই পুত্ৰ—আশুতোষ ও প্রমথনাথ । ইহারা সাধারণে সাতুবাবু ও লাটুবাবু বলিয়া পরিচিত ছিলেন। প্রমথ ব৷ লাটুবাবু, অনাথবাবুকে পোষ্যপুত্ররূপে গ্রহণ করেন। অনাথবাবু এখন তাহার পৈত্রিক-বাটতে বাস করিতেছেন। বর্তমানকালে সাতুবাবুর বাজারের সম্মুখে, যে স্ববৃহৎ প্রাসাদতুল্য অট্টালিক বিরাজিত, ইহাই দুলাল সরকার মহাশয়ের বাসভবন । রামদুলাল লক্ষ্মীর বরপুত্র। ভাগ্যলক্ষ্মী ইহঁর উপর কিরূপভাবে অনুগ্রহ প্রকাশ করিরাছিলেন—সে কাহিনী উপন্যাসের ন্যায় অদ্ভুত। অতি সীমান্ত অবস্থা হইতে তিনি কোটি-পতি হইয়। উঠেন। এরূপ সচ্চরিত্র, নিলোভী, আত্মত্যাগী প্রভূভক্ত কৰ্ম্মচারী, বৰ্ত্তমান যুগে উপকথা মাত্র । রামদুলাল সরকার মহাশয়ের জীবনের কথা আমরা অতি সংক্ষেপে বলিব । দমদম রেকৃজানি গ্রামে, তাহার আদি-নিবাস । তাহার পিত্তার পাম বলরাম সরকার। বলরাম গুরুমশাই-গিরি করিয়া, অতি কষ্ট্রে সঙ্গারযাত্র নির্বাহ করিতেন। পলাশ-যুদ্ধের পূর্ব সময়, বান্ধলায় তখন নবাবী আমল-দেশে ৰঙ্গীর-হাঙ্গামী । রামদুলালের পিতা, স্বৰ্গীৱ ভয়ে