পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায় ৷ ” vet ৫হার পূর্বপুরুষের ব্রিটীশ গবর্ণমেন্টকে যেরূপ ভাবে বরাবর সাহায্য ' করিয়া আসিয়াছেন তজপ্ত, ভাইসরয় ও সকৌন্সিল গবৰ্ণরজেনারেল— কুমার রাজেন্দ্রনারায়ণ দেবকে (স্যর রাধাকান্তের পুত্র) রাজা-বাছাছর উপাধি দান করিলেন।” রাজ রাজেন্দ্রনারায়ণ সংস্থত, ইংরাজী প্রভৃতি ভাষায় সুদক্ষ ছিলেন । “কায়স্থফুল-সঙ্গ-রক্ষিণী সভা”, ক্রিটীশ-ইণ্ডিয়ান এসোসিয়েসন বা জমীদার-সভা ও সমাজ-ধর্শ্ব বন্ধিনী সভার সভাপতিত্ব পরেও তিনি কয়েকবার বরিত হন । রাজ রাজেন্দ্রনারায়ণ বাছাছর aজহিতৈষী জমাদার ছিলেন। র্তাহার জমীদারীর মধ্যে অনেক স্থানে তিনি পুষ্করিণী খনন করিয়া দেন, ও গ্রামে গ্রামে নিম্ন-প্রাইমারী শিক্ষার জড় পাঠশাল স্থাপন করেন । নানা সৎকার্য্যে অর্থসাহায্য, লোক হিতকর সভাসমিতিতে যোগদান করিয়া, তিনি দেশের অনেক উপকার করিয়া গিয়ছেন। তাহার পুত্র, কুমার গিরীন্দ্রনায়ায়ণ দেব বাছাছুর ডেপুটীম্যাজিষ্ট্রেটের পদে নিযুক্ত হন। রাজা রাজেন্দ্র মল্লিক ষ্ট্রীট। রাজ রাজেন্দ্র মল্পিক পাথুরিয়াঘাটার স্ববিখ্যাত মল্পিক বংশে জন্মগ্রহণ করেন। ইনি বৈষ্ণবদাস মল্লিকের পোষ্যপুত্র। চোরবাগানে, এই রাজা বাহাদুরের প্রাসাদতুল্য অট্টালিক। "মাৰ্ব্বেল-প্যালেস বলিয়া সাহেব মহলে পরিচিত। এতাদৃশ মুস্তৃহৎ রাজ-প্রাসাদতুল্য অট্টালিক, কলিকাতায় খুব কমই আছে। রাজা রাজেন্দ্র মল্লিকের সম্বন্ধে অন্যান্ত বিবরণ আমরা যুক্তারাম বাবুর ট্রীটের পরিচয়ে দিয়াছি। উড়িষ্যার দুর্ভিক্ষের সময়ে রাজী-বাহাদুর প্রতিদিন অসংখ্য দুর্ভিক্ষ-পীড়িত লোককে, আহাৰ্য্য প্রদান করিতেন। এখনও পর্য্যন্ত ইহার বংশধরেরা, একটা অতিথিশালা বজাৱ রাখিয়াছেন। এই কলিকাতা সহরে, প্রত্যহ দুই তিন শত গরীৰ ভিখারী এই অতিথিশালা হইতে নিয়মিত অল্প প্রাপ্ত হয়। . রমাপ্রসাদ রায় ষ্ট্রীট। ব্ৰাহ্মধর্মের প্রবর্তক স্বনামখ্যাত, রাজা রামমোহন রায়ের পূত্রের নাম ইমাপ্রসাদ রায়। তাছার নাম হইতেই এ পথের নামকরণ হইয়াছে। রমাপ্রসাদ হাইকোটে ওকালতী কাৰ্য্য করিয়া, প্রচুর অর্থ সংগ্ৰহ করেন। গভর্ণমেন্ট উহাকেই উকিলঙ্গেণী হইতে গৰ্ব্বপ্রথমে প্রধান অধিকরণ হাইকোর্টের জঙ্গরূপে নিৰ্বাচিত্ত করিয়াছিলেন, কিন্তু