পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৬২ কলিকাতা সেকালের ও একালের । চজমাধব, সহকারী উকীলের কাজ করিয়াছিলেন। ১৮৮৪ খৃঃ জয়ে চন্দ্রমাধব বাবু, বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্যপদে ৰরিত হন। ১৮৮e & অন্ধে হাইকোটের জজের পদ লাভ করেন। ১৯•৩ খ্ৰীষ্টাব্দে ইনি অবসর . গ্রহণ করেন। তৎপূর্বে অফিসিংয়েটিং চিফ জষ্টিসের কাজও করিয়াছিলেন। গবর্ণমেন্ট ইহঁাকে “নাইট” উপাধিতে ভূষিত করিয়া গুণগ্রাহিতার যথে৯ পরিচয় দিয়াছিলেন। স্যর চন্দ্রমাধব, তাহার কৰ্ম্মময় জীবনের বিশ্রামাৰসর কাল, নানাবিধ সামাজিক সংস্কার কার্য্যে নিয়োগ করিয়াছেন। কায়স্তৃগণের বিবাহ-পদ্ধতির সংস্কার তাহার জীবনের প্রধান লক্ষ্য। তাহার উপযুক্ত পুত্ৰ অনারেবল যোগেন্দ্রনাথ ঘোষ মহাশয়ও বঙ্গসমাজে সুপরিচিত। যাহাতে ভারতীয় যুবকগণ ইংলও, আমেরিকা ও জাপান প্রভৃতি দেশে গিয়া সুশিক্ষা লাভ করিয়া, স্বাধীন ভাবে গৌরবের সহিত জীবিকা সংস্থান করিতে পারেন, ভজন্য একটী সভা এই যোগেন্দ্র বাবুর চেষ্টাতেই স্থাপিত হয়। ষষ্ঠীতলা রোড (নারিকেল ডাঙ্গা) । এই পরীতে অনেক অবস্থাপন্ন বাঙ্গালী বসবাস করেন। বর্তমানে ইহা স্যর গুরুদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আবাসভবনের জন্য সুবিখ্যাত। স্যর গুরুদাস জ্ঞানে, গুণে, অর্থে, অদ্বিতীয় । তিনি একজন নিষ্ঠাবৃত্তিসম্পন্ন পণ্ডিত-ব্রাহ্মণ। ব্রহ্মণ্যের উজ্জ্বল আদর্শ। স্যর গুরুদাসের পরিচয় বঙ্গবাসীর নিকট বেশী করিয়া দেওয়া নিম্প্রয়োজন । ১৮৪৪ খৃঃ অব্দে ইহার জন্ম হয়। হেয়ারস্থল ও প্রেসিডেন্সি-কলেজে এম, এ পর্য্যস্ত শিক্ষা সমাপন কৰিয়া, স্যর গুরুদাস সগৌরবে বি, এল পাশ করেন। ইহার পর বহরমপুর কলেজে, কিন্মদিবস আইনের অধ্যাপক পদে প্রতিষ্ঠিত হন। ১৮৭২ খৃঃ অকে, ইনি হাইকোটে ওকালতি আরম্ভ করেন। স্যর গুরুদাসের মত হিন্দু-আইনভিজ্ঞ ব্যবহারজীৰি, খুব কমই জন্মিয়াছেন। এইজন্য ইউনিভাসিটা হইতে ইনি ডি, এল, উপাধি পান। কলিকাতা বিশ্ব-বিদ্যালয়ের হিন্দু-আইন অধ্যাপক পদে বরিত হইয়া, স্যর গুরুদাস বন্দ্যোপাধ্যায় Hindu Law, Stridhan and Marriage of Wissio-offs বিষয় সমূহের উপদেষ্ট বা লেকচারার পদে নিযুক্ত হন। ১৮৮৭ খৃষ্টাৰে বন্দ্যোপাধ্যায় মহাশয়, ছোটলাট সাহেবের মন্ত্ৰীসভায় একজন সদস্যপদে নির্বাচিত হইয়া বিশেষ দক্ষতার সহিত কাৰ্য্য করেন। ১৮৮৯ খ্ৰীঃ অর্থে স্যর গুরুদাস, বঙ্গের শ্রেষ্ঠতম ধৰ্ম্মাধিকরণ হাইকোটের জজের পদে নিযুত