পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

სy-ჯyჯ) কলিকাতা সেকালের ও একালের । –ੋਡ਼ বর্তমান কলিকাতা সৃহরের বিশিষ্ট স্থানগুলির পরিচয়। ব্যবসা-বাণিজ্যে ও সহরের সৌন্দর্য্যে কলিকাতা এখন সমগ্র ভারতবর্ষের প্রধান প্রধান নগরী সমূহের মুকুটমণি। সপ্তদশ শতাব্দীতে জন । চার্ণক, জঙ্গল ও বাদশভূমি পূর্ণস্থানে, যে কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠা করিয়ছিলেন—এই দুই শতাব্দীতে, কালধৰ্ম্মে এখন তাহা ইন্সের বৈজয়ন্তী হইয় উঠিয়াছে। যদিও দিল্লী-নগরী আমাদের গৌরবান্বিত সম্রাট, পঞ্চম জর্জের আদেশে ও আমাদের সর্বজন প্রিয় বড়-লাট হার্ডিং বাহাদুরের অভিলাসানুসারে—ভারতের রাজধানীরূপে গৌরব লাভ করিয়াছে—তথাপি কলিকাতার সৌন্দর্য্য দিন দিন পরিবর্ধিত। মহামান্য ভারতেরখর স্বমুখে ঘোষণা করিয়াছিলেন—“যদিও দিল্লী আমার সাম্রাজ্যের রাজধানী হইল, তথাপি কলিকাতার গৰ্ব্ব ও গৌরব কিছুতেই নষ্ট হইবে না।” ভারত সম্রাটের শ্ৰীমুখ-নির্গত ভবিষ্যৎবাণী এখন অক্ষরে অক্ষরে সত্য হইয়াছে। এই •রাজধানী পরিবর্তনের ফলে, আমরা লর্ড কারমাইলের মত একজন উদারচেত, লোকপ্রিয়, সহানুভূতিপূর্ণ, রাজনীতিজ্ঞ বঙ্গেশ্বর পাইয়াছি। তাহার আমলে কলিকাতায় অনেকগুলি প্রাসাদতুল্য নূতন অট্টালিকা নির্মিত হওয়ায় কলিকাতার পূর্ব সৌন্দৰ্য্য-গৌরব আরও বৃদ্ধি হইয়াছে। বর্তমান প্রস্তাবে আমরা ইতিহাস-প্রসিদ্ধ কলিকাতার সেকালের বিখ্যাত বাড়ীগুলির একটু সংক্ষিপ্ত ইতিহাস প্রদান করিব। গবর্ণমেণ্ট হাউস্ বা লাট-প্রাসাদ। সেকালের কলিকাতার গবর্ণমেণ্ট-হাউস--সর্বপ্রথমে, প্রাচীন কলিকাতা দুর্গের মধ্যে ছিল। ১৭১৭ খ্ৰী; অঝে কাপ্তেন আলেকজান্দার হ্যামিলটান দুর্গমধ্যস্থ এই বাড়ীরই বর্ণনা করিয়া গিয়াছেন। ইহা গ্রাসাদ-তুল্য সুবৃহৎ অট্টালিকা না হইলেও, ঐসৌন্দর্য সম্পন্ন বাসভবন ছিল বটে। বেঙ্গল-প্রেসিডেন্সির, সেকালের কলিকাতার গবর্নরগণ এই বাটতেই বাস করিতেন। * - নবাব সেরাজ-উদৌল কর্তৃক কলিকাতা অধিকার ও লর্ড ক্লাইভ” এডমিরাল ওয়াটসন কর্তৃক কলিকাতা পুনরুদ্ধারের পর, পুরাতন ইনিং গবর্ণী:আবাস-ভবনটা পরিত্যক্ত হয়। পরবর্তীকালে দুর্গের দক্ষিণ*ি গঙ্গাতীরে একটা সুবৃহৎ বাড়ী গবর্ণরের জাবাস জন্য নির্ধারিত হই"ি